You will be redirected to an external website

Ileana D’Cruz: গোপনীয়তার আগল, হবু সন্তানের বাবাকে প্রকাশ্যে আনলেন ইলিয়ানা

Ileana-D’Cruz:-গোপনীয়তার-আগল,-হবু-সন্তানের-বাবাকে-প্রকাশ্যে-আনলেন-ইলিয়ানা

হবু সন্তানের বাবাকে প্রকাশ্যে আনলেন ইলিয়ানা

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ়। গর্ভাবস্থার নবম মাসে পা রেখেছেন অভিনেত্রী। গত এপ্রিল মাসে এই খুশির খবর সমাজমাধ্যমের পাতায় জানিয়েছিলেন তিনি। তার পরে একাধিক বার নিজের স্ফীতোদরের ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। সময় মতো নিজের অনুরাগীদের জানিয়েছেন, কেমন আছেন তিনি। গর্ভাবস্থা কতটা উপভোগ করছেন, কোন কোন ক্ষেত্রে কিছুটা অসুবিধার সম্মুখীন হয়েছেন— সবটাই সমাজমাধ্যমের পাতায় সাজিয়েছেন ইলিয়ানা। তবে নিজের ভালমন্দের খবর সবার সঙ্গে ভাগ করে নিলেও নিজের প্রেমিক, তথা হবু সন্তানের বাবার পরিচয় এত দিন গোপনই রেখেছিলেন অভিনেত্রী। এ বার ভাঙল সেই গোপনীয়তার আগল। 

এত দিন ধরে প্রেমিকের ঝাপসা ছবি সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেছেন ইলিয়ানা। প্রেমিকের পরিচয় যাতে গোপন থাকে, সে কথা মাথায় রেখে এমন ছবি পোস্ট করেছেন যাতে তাঁর মুখ দেখা না যায়। সেই পরম্পরায় এ বার ইতি টানলেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় নিজের প্রেমিকের একটি বা দু’টি নয়, তিনটি ছবি পোস্ট করেন ইলিয়ানা। ন’মাসের গর্ভবতী তিনি, তাতে অবশ্য প্রেম থেমে থাকেনি। প্রেমিকের সঙ্গে ‘ডেট’-এ গিয়েছিলেন অভিনেত্রী। সেই ‘ডেট নাইট’-এর ছবিই ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন ইলিয়ানা। ছবিতে বেশ হাসিখুশি দেখাচ্ছে যুগলকে।

কে ইলিয়ানার এই প্রেমিক? কী তাঁর পরিচয়? তা অবশ্য এখনও জানা যায়নি। অভিনেত্রী তাঁর প্রেমিকের ছবি দেখিয়েছেন বটে, তবে তাঁর সম্পূর্ণ পরিচয় এখনও খোলসা করেননি। গর্ভাবস্থার প্রথম থেকেই সন্তানের পিতৃপরিচয় কিন্তু গোপনই রেখেছেন ইলিয়ানা। যদিও এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদা-কালো ছবি পোস্ট করেন ইলিয়ানা। সেই ছবিতে ছিলেন তাঁর প্রেমিক ও প্রিয় পোষ্য। সেই ছবিতে তাঁর মুখ দেখে বোঝা যায়নি তিনি কে। কয়েক মাস আগে সমাজমাধ্যমের পাতায় তাঁর ও প্রেমিকের সাদা-কালো একটি ছবিও পোস্ট করেন ইলিয়ানা। সেই পোস্টে তিনি লেখেন, ‘‘মাতৃত্বের অনুভূতি আশীর্বাদের মতো। আমার শরীরের ভিতরে একটা নতুন প্রাণ বেড়ে উঠছে, এটা ভেবেই শিহরিত হই। কিন্তু কিছু কিছু দিন খুবই কঠিন! চোখ থেকে জল পড়া থামে না, অপরাধবোধে ভুগি। নিজেকে শক্ত করতে পারি না। তখন এই মানুষটা আমার হাত ধরে। আমার চোখের জল মুছিয়ে দেয়, আমাকে মজার মজার কথা শোনায়। আমাকে আগলে রাখে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Ananya-&-Aditya:-স্পেনের-পর-অন্য-দেশে-ক্যামেরাবন্দি-আদিত্য-অনন্যা-,ক্যামেরাবন্দি-দুই-তারকা Read Next

Ananya & Aditya: স্পেনের পর অন্য দে...