You will be redirected to an external website

আমদাবাদে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে গাইবেন কোন শিল্পীরা?

আমদাবাদে-বিশ্বকাপের-সমাপ্তি-অনুষ্ঠানে-গাইবেন-কোন-শিল্পীরা?

রবিবার ভারত বনাম অষ্ট্রেলিয়ার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

রবিবার ভারত বনাম অষ্ট্রেলিয়ার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। খেলা শুরুর আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে সমাপ্তি অনুষ্ঠানের। শোনা যাচ্ছিল, বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন গ্র্যামীজয়ী শিল্পী ডুয়া লিপা। সদ্য মুক্তি পেয়েছে লিপার ‘হুডিনি’ গানটি। তাই শিল্পীর ভারতীয় দর্শকরা অপেক্ষা করেছিলেন তাঁর অনুষ্ঠান দেখার। তবে খানিকটা হতাশ হতে হচ্ছে তাঁদের, কারণ বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানের যে বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই, তাতে ডুয়া লিপার নাম নেই। 

যাঁর চোখের ইশারায় ঘায়েল গোটা বিশ্ব, তিনি ডুয়া লিপা। ‘নিউ রুল’, ‘ওয়ান কিস’, ‘লেভিটেটিং’, ‘ফিজ়িক্যাল’-এর মতো চার্ট বার্স্টার হিট গান গেয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট তারকা শুভমন গিলের অন্যতম পছন্দের শিল্পী তিনি। দিন কয়েক আগে গায়িকা টুইট করে উস্কে দিয়েছিলেন বিশ্বকাপের মঞ্চে তাঁর গাইতে আসার জল্পনা। তবে শনিবার বিসিসিআইয়ের তরফ থেকে শিল্পীদের যে তালিকা প্রকাশ্যে আনা হয়েছে তাতে রয়েছেন, প্রীতম চক্রবর্তী, জোনিতা গান্ধী, আদিত্য গার্ডভি, নকশ আজিজ, তুষার জোশীর মতো শিল্পীরা। শোনা যাচ্ছে, বিশ্বকাপের ফাইনালে নাকি উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

কলকাতা-চলচ্চিত্র-উৎসবে-বলিউড-থেকে-একঝাঁক-অতিথি!-থাকতে-পারছেন-না-অমিতাভ-শাহরুখরা Read Next

কলকাতা চলচ্চিত্র উৎসবে ...