You will be redirected to an external website

badshah:বিবাহবিচ্ছেদ অতীত, তিন বছর পর নতুন জীবনের প্রস্তুতি বাদশার

badshah:বিবাহবিচ্ছেদ-অতীত,-তিন-বছর-পর-নতুন-জীবনের-প্রস্তুতি-বাদশার

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বাদশা

জনপ্রিয় র‌্যাপার বাদশাহর বিবাহবিচ্ছেদের খবরটা এসেছিল আচমকা। এক সময় ভালবেসেই ঘর বাঁধেন জ্যাসমিনের সঙ্গে। কিন্তু লকডাউনেই আলাদা থাকতে শুরু করেন স্বামী-স্ত্রী। তখন থেকেই গুঞ্জন, গায়ক নাকি পঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে প্রেম করছেন। প্রায় বছর দুয়েক ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। এ বার বাদশা এবং রিখির সম্পর্কের আরও এক ধাপ উত্তরণ ঘটতে চলেছে। শোনা যাচ্ছে ইশার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে বাদশা।

এই প্রসঙ্গে ইশার সঙ্গে যোগাযোগ করা হলে উত্তর না দিয়ে ফোন কেটে দেন অভিনেত্রী। অন্যদিকে এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না বাদশা এমনটাই জানা যাচ্ছে। এক ফিল্মি পার্টিতে প্রথম দেখা তাঁদের। আর প্রথম দেখাতেই নাকি আকর্ষণ অনুভব করেন তাঁরা। বাদশার ঘনিষ্ঠ মহলের এক জন জানিয়েছেন, তাঁদের দু’জনের মধ্যেই অনেক মিল। একই ধরনের গান, সিনেমা দেখতে পছন্দ করেন তাঁরা।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

বাদাম-কাকু-থেকে-রাতারাতি-অভিনেতা-ভূবন-বাদ্যকর-।-জেনে-নিন-কোন-সিনেমা-অভিনয়-করছে-''বাদাম-কাকু''- Read Next

বাদাম কাকু থেকে রাতারাত...