You will be redirected to an external website

Jacqueline Fernandez: বিদেশে যাওয়া অনুমতি পেলেন জ্যাকলিন,ছাড়পত্র মিলল বেশ কিছু শর্তের বিনিময়ে

Jacqueline-Fernandez:-বিদেশে-যাওয়া-অনুমতি-পেলেন-জ্যাকলিন,ছাড়পত্র-মিলল-বেশ-কিছু-শর্তের-বিনিময়ে

বিদেশে যাওয়া অনুমতি পেলেন জ্যাকলিন

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়াতেই আইনের নজরে আসেন জ্যাকলিন ফার্ণান্দেজ। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই খবর। ২০০ কোটি আর্থিক তছরুপে তাঁর নাম জড়াতেই সমন পৌঁছে যায় তাঁর কাছে। তারপর থেকেই নির্দেশ দেওয়া হয় জ্যাকলিনকে, তিনি দেশ ছাড়তে পারবেন না। তারপর থেকে একাধিকবার জ্যাকলিন আবেদন করেছিলেন। কিন্তু তার সেই আবেদন বারবার খারিজ হয়ে যায়। এবার খানিক স্বস্তিতে জ্যাকলিন। দীর্ঘ দিনের আবেদনের পর তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিল পাতিয়ালা হাউজ কোর্ট।

কোম্পানি ব্লাস্ট এলএলসির প্রচারে বেশ কিছুদিন সেখানেই থাকবেন জ্যাকলিন। তবে এই ছাড়পত্র মিলল বেশ কিছু শর্তের বিনিময়ে। তাঁকে জমা রাখতে হবে ১ কোটি টাকার একটি ফিক্সড ডিপোজিটের রিসিট তাঁকে জমা রাখতে হয়। এখানেই শেষ নয়, পাশাপাশি এই সফরের সমস্ত তথ্য, পরিকল্পনা লিখিত জমা দিতে হবে তাঁকে। টানা দশদিন বিদেশে থাকবেন জ্যাকলিন। তবে এখনই মিলছে না স্বস্তি। কারণ একটাই, কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আমেরিকার এই সংস্থা এবার বিচার করে দেখবে, আদপে এই অনুমতি তারা দেবেন কি না।

প্রসঙ্গত, ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় জড়িয়ে আছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্ণান্ডেজ়। সেই জালিয়াতির মূল ষড়যন্ত্রকারীর নাম সুকেশ চন্দ্রশেখর। সম্প্রতি জ্যাকলিন বলেছিলেন, সুকেশ নাকি তাঁকে ঠকিয়েছে। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Aryan-Khan:-বলিউডে-অভিষেকের-আগেই-আরিয়ানের-ওয়েব-সিরিজ়-বিক্রি-হল-কয়েকশো-কোটিতে Read Next

Aryan Khan: বলিউডে অভিষেকের আগে...