You will be redirected to an external website

Bollywood Controversy: ২০০ কোটি টাকা তছরুপের মামলায় ফের দিল্লি কোর্টে জ্যাকলিন

Bollywood-Controversy:-২০০-কোটি-টাকা-তছরুপের-মামলায়-ফের-দিল্লি-কোর্টে-জ্যাকলিন

ফের দিল্লি কোর্টে জ্যাকলিন

২০০ কোটি টাকা তছরুপের মামলায় গ্রেফতার হয়েছিলেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। আপাতত জেলেই রয়েছেন সুকেশ। আর্থিক তছরুপের ওই মামলায় সুকেশের সঙ্গেই জড়িয়ে পড়েন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়ও। সুকেশের সঙ্গে যোগ রয়েছে অভিনেত্রীর— এই মর্মে তাঁর বিরুদ্ধে একটি অতিরিক্ত চার্জশিটও গঠন করে ইডি। বছর দুয়েক ধরে এই মামলাতেই একাধিক বার আদালতে চক্করও কাটতে হয়েছে জ্যাকলিনকে।

গ্রেফতার হওয়ার পরে সুকেশকে জেরা করে উঠে আসে তাঁর ‘বান্ধবী’ জ্যাকলিন ফার্নান্ডেজ়ের নাম। প্রতারণা মামলায় অভিযুক্ত হন বলিউড অভিনেত্রী। মামলার তদন্ত ভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গত বছর ইডির চার্জশিটের ভিত্তিতেই আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয় জ্যাকলিনকে।

মাসখানেক আগে সমাজমাধ্যমের পাতায় নিজের নামের বানান বদলে ফেলতে দেখা যায় জ্যাকলিনকে। ইংরেজিতে নিজের নামের বানানে অভিনেত্রী যোগ করেছেন একটি অতিরিক্ত ‘ই’। নতুন বানানে তাঁর নামের উচ্চারণ দাঁড়িয়েছে ‘জ্যাকলিয়েন’। জ্যোতিষ বা সংখ্যাতত্ত্বের উপর ভরসা রেখে সাফল্যের মুখ দেখতে অনেকেই বদল আনেন নিজেদের নামের বানানে। বলিউডেও এই উদাহরণ কম নেই। যেমন, বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রাও। তাঁদের পথে হেঁটেই জীবনের ফাঁড়া কাটাতে জ্যোতিষশাস্ত্রের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী?

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Kiara-Advani:-শ্বশুরবাড়িতে-নিজে-হাতে-ফুচকা-বানিয়ে-শাশুড়িকে-পটাচ্ছেন-নতুন-বউমা-কিয়ারা Read Next

Kiara Advani: শ্বশুরবাড়িতে নিজ...