You will be redirected to an external website

ঠিকানা বদল জাহ্নবীর! প্রাসাদসম বাড়ি কিনলেন নায়িকা, দাম কত জানেন?

ঠিকানা-বদল-জাহ্নবীর!-প্রাসাদসম-বাড়ি-কিনলেন-নায়িকা,-দাম-কত-জানেন?

এ বার বহুমূল্যে বাংলো কিনলেন জাহ্নবী কপূর

এই প্রথম বার বাবা বনি কপূরের প্রযোজনায় কাজ করছেন জাহ্নবী। একেবারে লং জাম্প নয়, বরং জাহ্নবী ধাপে ধাপে সাফল্যের সিঁড়িতে উঠছেন। এ বার বান্দ্রাতে নিজের বিলাসবহুল বাংলো কিনলেন শ্রীদেবী-কন্যা। এর আগে অবশ্য ২০২০ সালে জুহুতে একটি ফ্ল্যাট কেনেন জাহ্ণবী। পরে তা বিক্রি করে দেন অভিনেতা রাজকুমার রাওকে। বান্দ্রায় এই বিলাসবহুল বাংলো কিনতে কত খরচ হল জাহ্নবীর? শোনা যাচ্ছে, প্রায় ৬৫ কোটি টাকা খরচ করে অট্টালিকার মতো এই বাংলোটি কেনেন অভিনেত্রী। অক্টোবর মাসের ১২ তারিখে এই বাংলোর রেজিস্ট্রেশন করেন জাহ্নবী। ৮,৬৬৯ ফিট বর্গফিটের এই বাংলোর কার্পেট এরিয়া ৬,৪২১ বর্গফিট।

শোনা যাচ্ছে, শখের এই বাংলোটি ঘিরে অনেক পরিকল্পনা রয়েছে জাহ্নবীর। যে হেতু আগে থেকে এই বাংলোটির কোনও অনন্দরসজ্জা ছিল না, তাই নিজের মতো করে গোটা বাড়িটা সাজিয়ে নিতে চাইছেন জাহ্নবী। শোনা যাচ্ছে, নিজের বাড়ির এই অন্দরসজ্জার এই গুরুদায়িত্ব জাহ্নবী দিতে পারেন গৌরী খানকে। বি-টাউনের অধিকাংশ তারকার বাস মুম্বইয়ের বান্দ্রাতে। এ বার জাহ্নবী তাঁর বাবা বনি কপূর ও বোন খুশি কপূরকে নিয়ে সেখানেই থাকবেন বলে জানা যাচ্ছে।

জাহ্নবীর ‘মিলি’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিভিন্ন মহলে। খুব শীঘ্রই জাহ্নবীকে দেখা যাবে বরুণ ধওয়ানের সঙ্গে ‘বাওয়াল’ ছবিতে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

মা-হওয়ার-পর-প্রথম-প্রতিক্রিয়া,-অনুরাগীদের-উদ্দেশে-কী-লিখলেন-আলিয়া? Read Next

মা হওয়ার পর প্রথম প্রতিক...