You will be redirected to an external website

Jawan : বক্স অফিসে ঝড় তুলে এ বার ওটিটির পর্দায় আসছে ‘জওয়ান’

Jawan-:-বক্স-অফিসে-ঝড়-তুলে-এ-বার-ওটিটির-পর্দায়-আসছে-‘জওয়ান’

বিশ্বব্যাপী ব্যবসায় ৫০০ কোটি ছাড়িয়েছিল ‘জওয়ান’

৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। তার পর থেকেই বক্স অফিসে ‘জওয়ান’ ঝড়। মুক্তির দিনেই দেশের বক্স অফিসে মোট ৭৫ কোটির ব্যবসা করে খাতা খুলেছিল ‘জওয়ান’। তার পর থেকেই প্রতিদিনই নজির গড়ছে এই ছবির বক্স অফিস আয়। রবিবারই বিশ্বব্যাপী ব্যবসায় ৫০০ কোটি ছাড়িয়েছিল ‘জওয়ান’।

অন্য দিকে, মুক্তির পাঁচ দিনের মাথায় ভারতে ৩০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি। হিন্দি ছবির ইতিহাসে ‘জওয়ান’-ই প্রথম ছবি, যা মাত্র চার দিনের মাথায় পেরিয়েছে ৫০০ কোটির গণ্ডি। দেশের বক্স অফিসে চলতি বছরের তৃতীয় হিন্দি ছবি ‘জওয়ান’, যা ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে। বক্স অফিসের নিরিখে শুধু ‘পাঠান’-নয়, হলিউডি ছবির সঙ্গেও পাল্লা দেবে ‘জওয়ান’। অতিমারির পর থেকে দক্ষিণী ছবির কাছে মাথা নোয়াতে হয়েছিল বলিউডকে। সেই ধারা ভাঙলেন শাহরুখ। প্রেক্ষাগৃহে রমরমিয়ে ব্যবসা করা এই ছবি খুব শীঘ্রই আসবে ওটিটিতে। ২৫০ কোটি টাকায় ‘নেটফ্লিক্স’ কিনে নিল ছবির স্বত্ত্ব। প্রায় ২৫০ কোটি টাকায় বিক্রি বল ছবির স্বত্ব।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Nusrat-Jahan:-ইডির-দফতর-থেকে-বেরিয়ে-সোজা-মন্দিরে-হাজির-নুসরত! Read Next

Nusrat Jahan: ইডির দফতর থেকে বেরি...