You will be redirected to an external website

‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে রণবীরের ঠাকুমার চরিত্রে জয়া

‘রকি-অউর-রানি-কি-প্রেম-কহানি’-তে-রণবীরের-ঠাকুমার-চরিত্রে-জয়া

ছবিতে জয়া বচ্চন অভিনীত চরিত্রের নাম ধনলক্ষ্মী রনধওয়া

ছবিশিকারিদের সঙ্গে বরাবর আদায়-কাঁচকলায় সম্পর্ক তাঁর। মেজাজ যেন তাঁর সদাই তুঙ্গে। তার এমন মতিগতি নিয়ে ওয়াকিবহাল বলিউডও। নিজের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’র লাল গালিচায় ছবি তোলার আবদার করতেই রাগে ফেটে পড়েন জয়া বচ্চন। বাস্তবজীবনে যতই মেজাজ হোক না কেন তাঁর, পর্দায় কিন্তু বরাবর ধরা দিয়েছে তাঁর কমনীয় দিক। কম বয়সে মিষ্টি নায়িকা, পরে 'কভি খুশি কভি গম' হোক কিংবা 'কল হো না হো', সব ছবিতেই আদর্শ মায়ের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে এ বার 'রকি অউর রানি কি প্রেম কহানি' ছবিতে তাঁকে দেখা গিয়েছে রণবীর সিংহের জাঁদরেল ঠাকুমার চরিত্রে।

ছবিতে জয়া বচ্চন অভিনীত চরিত্রের নাম ধনলক্ষ্মী রনধওয়া। পারিবারিক ব্যবসা ধনলক্ষ্মী মিষ্টির দোকানের দেখভাল নিজেই করে। পুরো সংসার চলে তার কথায়। এমনই প্রভাব ধনলক্ষ্মী দেবীর। যেমন দাপট, তেমনই কঠোর। অভিনেত্রীকে বড় পর্দায় এমন চরিত্রে দেখে গর্বিত মেয়ে শ্বেতা বচ্চন। তিনি মায়ের প্রশংসায় লেখেন, ‘‘তোমার জন্য গর্বিত মা, নিজের ঘরানার বাইরে গিয়ে একটা কাজ করেছ। এ ভাবেই এগিয়ে চলো।’’ মেয়ে যা-ই বলুন না কেন, ছবির প্রিমিয়ারের দিন আলোকচিত্রীদের সামনে যে ভাবে মেজাজ হারান জয়া, তা দেখে নেটাগরিকদের একাংশের দাবি, ছবির চরিত্র আর বাস্তবের মধ্যে ফারাক বিশেষ নেই। 

চলতি বছরে বিনোদন জগতে ২৫ বছর পূর্ণ করেছেন কর্ণ জোহর। সেই উপলক্ষেই পরিচালকের আসনে ফিরেছেন তিনি। কর্ণের এই ছবিতে জুটি বেঁধেছেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Disha-Vakani:-ফিরছেন-দয়াবেন,-খবর-প্রকাশ্যে-আসতেই-খুশির-মেজাজ-তারক-মেহেতা-টিমে Read Next

Disha Vakani: ফিরছেন দয়াবেন, খবর ...