আন্তর্জাতিক ফ্যাশন শোয়ের র্যাম্পে হাঁটলেন যিশু-কন্যা
ইউরোপের বিলাসবহুল ফ্যাশন সংস্থার মডেল হয়ে র্যাম্পে হাঁটলেন অভিনেতা যিশু সেনগুপ্তের কন্যা সারা। বয়স তাঁর সবে ১৮, বিশ্বের বাছাই করা ১০০ মডেলের মধ্যে উঠে এসেছে তাঁরও নাম। আত্মবিশ্বাসের সঙ্গে সফল ভাবে র্যাম্পে হেঁটে বাংলার গর্ব হয়ে উঠলেন যিশু-কন্যা। সুখবরটি প্রথম ভাগ করে নিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত ‘উমা’(২০১৮) ছবিতে অভিনয় করা ছোট্ট মেয়েটি এত বড় হয়ে গিয়েছে, ভাবতেই পারছেন না সৃজিত।
তাঁর বাৎসল্যের উচ্ছ্বাস ধরা পড়েছিল ফেসবুক পোস্টে। সৃজিত ইংরেজিতে লিখেছিলেন, “আমার ছোট্ট উমা! ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে মনোনীত হয়েছে সে! বিশ্বের এত মডেল যে জায়গায় আসার জন্য প্রতীক্ষা করে থাকেন, সেখানে এসেছে আমাদের উমা। অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে সে হাঁটল র্যাম্পে। সবটাই সে করেছে নিজের চেষ্টায়। আমি গর্বিত, গর্বিত গর্বিত!!!” সেই পোস্টের নীচে অভিনন্দন জানিয়েছেন টলিউডের তারকারা। মন্তব্য করেছেন সারার মা, অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্তও। সৃজিতকে ট্যাগ করে হৃদয় চিহ্ন এঁকে তিনি লিখলেন, ‘‘প্রশিক্ষণ শুরু হয়েছিল ‘উমা’ থেকেই।’’
সবই ছিল ইউরোপের বিলাসবহুল ফ্যাশন সংস্থা ‘ক্রিশ্চিয়ান ডিওর’-এর তরফে।সেখানেই একমাত্র বাঙালি হিসাবে হেঁটে তাক লাগিয়েছেন সারা সেনগুপ্ত। যাতে গর্বিত গোটা টলিউড। অনেকেই শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁকে। আশীর্বাদ করেছেন আগামীর সফরের জন্য।