কমলেশ্বরের হাত ধরে একসঙ্গে জিতু-শ্রাবন্তী!
এবার বড়পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির নাম 'আমি আমার মতো'। আগামী জুলাই মাসে ছবির শ্যুটিং শুরু। 'এসকে মুভিজ'-এর ব্যানারে প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধামুকার প্রযোজনায় জিতু-শ্রাবন্তীদের নিয়ে নতুন ভেঞ্চার শুরু করছেন কমলেশ্বর।
ছবির প্রধান চরিত্র জিতু। তাঁর বাবার ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে। জিতুর চরিত্রের নাম উপল ও শ্রাবন্তীর পর্দার নাম সায়নী। রজতাভকে দেখা যাবে রসিকলালের চরিত্রে। স্ত্রী হারিয়ে রসিকলাল এক বহুমূল্য জিনিসের খোঁজে পাড়ি দেবেন লন্ডনে। সেখানে লিভ-ইন করে তাঁর ছেলে উপল ও প্রেমিকা সায়নী। আইটি সেক্টরে কর্মরত এই প্রজন্মের সঙ্গে সংঘাত বাধে পুরনো মুল্যবোধ সম্পন্ন মানুষ রসিকলালের। তবে যা ঘটে পুরোটাই একদম মজার ছলে।
বলাই বাহুল্য অভিনেতা জিতু ও শ্রাবন্তীকে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকবেন বাংলা সিনেমার দর্শকরা। অন্যদিকে রজতাভ পর্দায় থাকা মানে ছবির ওজন যে, অনেকটাই বেড়ে যায়, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। অসাধারণ অভিনেতাদের মধ্যেই পড়েন টলিপাড়ার প্রিয় 'রনিদা'। অন্যদিকে জিতু-শ্রাবন্তীর অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। নতুন জুটির কেমিস্ট্রি দর্শকদের কেমন লাগে সেটাই এখন দেখার। গতবছর 'অপরাজিত'র হাত ধরে জিতু দর্শকদের মনে ঝড় তুলে দিয়েছিলেন। সকলেই ভূয়সী প্রশংসা করেছিল জিতুর।