You will be redirected to an external website

Jeetu Kamal: ‘শুভ জন্মদিন বউ’, বিচ্ছেদের মাঝেও স্ত্রীর স্মৃতিতে ভাসলেন জিতু

Jeetu-Kamal:-‘শুভ-জন্মদিন-বউ’,-বিচ্ছেদের-মাঝেও-স্ত্রীর-স্মৃতিতে-ভাসলেন-জিতু

বিচ্ছেদের মাঝেও স্ত্রীর স্মৃতিতে ভাসলেন জিতু

জিতু কামাল ও নবনীতা দাস, টলিউডের অন্যতম সেরা জুটি। যাঁদের পর্দায় এক সঙ্গে দেখার পরই মন দিয়েছিলেন ভক্তরা। না, কেবল রিল লাইফে নয়, রিয়েল লাইফেও তাঁরা একে অন্যের সঙ্গে ঘর বেঁধেছিলেন ভালবেসেই। তবে সেই ভালবাসা বেশিদিন স্থায়ী হল না। সকলের অলক্ষ্যেই সংসার ভেঙে গেল তাসের ঘরের মতো। বিবাহ বিচ্ছেদের পথে এখন জুটি। 

তাঁর স্ত্রী জন্মদিনে নিজেকে আটকাতে পারলেন না জিতু। পুরোনো স্মৃতি উষ্কে শেয়ার করে নিলেন জন্মদিন সেলিব্রেশনের এক একান্ত ভিডিয়ো। বাড়িতে এই জুটির খুনসুটির সেই ভিডিয়ো আবারও আবেগঘন করে তুলল দর্শকদের। নবনীতা ও জিতু, একে অন্যকে চোখে হারাতেন। কিন্তু কোথায় গেল সেই প্রেম! 

উত্তর আজও খুঁজে চলেছেন ভক্তরা। নবনীতার জন্মদিন বলে কথা, এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছিল শুভেচ্ছা বার্তার বন্যা। তবে সকলেই মুখিয়ে ছিলেন জিতু এবার কী করেন, তা দেখার জন্য। তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। কিছু ক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন জুটি। সঙ্গে শেয়ার করলেন পুরোনো একটি ভিডিয়ো। যা দেখা মাত্রই সকলের নজর কাড়ে। কেক কেটে গোঁফ এঁকে দিচ্ছেন জিতু। ক্যপশনে লেখা, শুভ জন্মদিন বউ.. ” কে পাশে থাকবে, কে আছে, কে ছিল.. তাতে কিচ্ছু যায় আসে না আমার”।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Tamil-Actor:-প্রয়াত-তামিল-অভিনেতা-মোহন,-রাস্তা-থেকে-তাঁর-মৃতদেহ-উদ্ধার-করা-হয়... Read Next

Tamil Actor: প্রয়াত তামিল অভিনে...