You will be redirected to an external website

আজীবন স্ত্রীকে আগলে রাখার প্রতিশ্রুতি দিলেন অভিনেতা জিতু কমল

আজীবন-স্ত্রীকে-আগলে-রাখার-প্রতিশ্রুতি-দিলেন-অভিনেতা-জিতু-কমল

নবনীতাকে আগলে রাখার প্রতিশ্রুতি জিতুর

বৃহস্পতিবার সকালে হঠাৎই বিবাহবিচ্ছেদের কথা পোস্ট করে জানান অভিনেত্রী নবনীতা দাস। জিতুর সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি করে নিজেদের আলাদা থাকার কথা জানিয়েছেন তিনি। নবনীতা অনেক কিছু লিখলেও জিতু চুপ ছিলেন। একাধিক বার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। অবশেষে নিজের সমাজমাধ্যমের পাতায় মুখ খুললেন অভিনেতাও। ‘সাধক বামাক্ষ্যাপা’ সিরিয়ালে নবনীতার মা তারার বেশের বেশ কিছু ছবি পোস্ট করে লেখেন, “তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাব। আগামীতে তাই করব, বাচ্চা বউ।”

জিতুর এই পোস্ট দেখে অনুরাগীরা সংশয়ে। নবনীতার কথাকে সত্যি ধরলে বুঝতে হবে তাঁদের সম্পর্কে সত্যিই চিড় ধরেছে। আবার জিতুর লেখা পড়ে মনে হচ্ছে, এ যেন নিছকই স্বামী-স্ত্রীর মধ্যে মান অভিমানের পালা চলছে। আনন্দবাজার অনলাইনের তরফে জিতুর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু কোনও উত্তর মেলেনি। অভিনেতাকে মেসেজও করা হয়েছে।

২০১৯ সালের মে মাসে ধুমধাম করে বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের পরেই বড় পর্দায় অভিষেক হয় জিতুর। বর্তমানে টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি। যে কোনও সাংবাদিক সম্মেলন হোক কিংবা বিদেশে শুটিং, সর্বত্রই জিতুর সঙ্গে দেখা যেত নবনীতাকে। এর মাঝে আচমকা কী ঘটল? 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

মডেলিং-থেকে-এসেছেন-বলে-অভিনয়-পারেন-না?-ইন্ডাস্ট্রির-দিকে-আঙুল-তুললেন-অভিনেত্রী Read Next

মডেলিং থেকে এসেছেন বলে অ...