You will be redirected to an external website

Jaya Bachchan: ‘চিৎকার করবে না, আমি বধির নই’, মেজাজ হারালেন জয়া বচ্চন!

Jaya-Bachchan:-‘চিৎকার-করবে-না,-আমি-বধির-নই’,-মেজাজ-হারালেন-জয়া-বচ্চন!

মেজাজ হারালেন জয়া বচ্চন!

অমিতাভ-জায়ার ভয়ে সকলেই সকলেই তটস্থ থাকেন। কারণ যত্রতত্র মেজাজ হারান তিনি। বিটাউনের বাইরে তিনি যে সংসদ ভবনের অন্দরে দাঁড়িয়েও কাউকে রেয়াত করে কথা বলেন না, একথাও অনেকেরই জানা। এবার ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবির প্রিমিয়ারে গিয়ে সাংবাদিকদের সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করে বসলেন ‘ধন্যি মেয়ে’, তা দেখে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, করণ জোহর পরিচালিত ছবিতে অভিনয় করেছেন জয়া বচ্চন। রকি ওরফে রণবীর সিংয়ের পরিবারের জাঁদরেল কর্ত্রী হিসেবে দেখা যাবে তাঁকে। যিনি কিনা পরিবারের রাশ নিজে কড়া হাতে রাখতেই পছন্দ করেন। ২৮ জুলাই মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। তার আগেই মঙ্গলবার রাতে মুম্বইতে হয়ে গেল গ্র্যান্ড প্রিমিয়ার নাইট। যেখানে সদলবলে হাজির ছিলেন করণ। রণবীর সিং, আলিয়া ভাট, রণবীর কাপুরের পাশাপাশি দেখা গেল জয়া বচ্চনকেও।

এদিন ছেলে-মেয়ে অভিষেক বচ্চন ও শ্বেতা নন্দা বচ্চনকে নিয়ে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র প্রিমিয়ারে যান জয়া। পরনে লাল এথনিক পোশাকে দিব্যি লাগছিল প্রবীণ অভিনেত্রীকে। তবে রেড কার্পেটে পৌঁছতেই রণংদেহী মূর্তি ধারণ করলেন অমিতাভ-জায়া। জয়া বচ্চনকে দেখেই পাপ্পারাজিরা হাঁক-ডাক শুরু করেন। তাঁদের ক্যামেরায় পোজ দেওয়ার জন্য অনুরোধ জানান। আর সেটা শুনেই অগ্নিশর্মা মূর্তি ধারণ করতে দেখা যায় তাঁকে। সেই ভিডিও নেটপাড়ায় ভাইরালও হয়েছে। বেজায় বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠেন, “আমি বয়রা নই। একদম চিৎকার করবে না।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

‘উনি-কি-রবিঠাকুরের-মুখপাত্র?’-স্বস্তিকাকে-খোঁচা-অনুপম-খেরের Read Next

‘উনি কি রবিঠাকুরের মুখপ...