You will be redirected to an external website

Durga Puja 2023: হলুদ শাড়ি-সাবেকি গয়নায় সেজে পারিবারিক দুর্গাপুজোয় হাজির কাজল

Durga-Puja-2023:-হলুদ-শাড়ি-সাবেকি-গয়নায়-সেজে-পারিবারিক-দুর্গাপুজোয়-হাজির-কাজল

সাবেকি গয়নায় সেজে পারিবারিক দুর্গাপুজোয় হাজির কাজল

 বলিউডেও লাগল দুর্গাপুজোর দোলা। ২০২১ সালে সাংস্কৃতিক ঐতিহ্যের আঙ্গিকে গোটা বিশ্বের সামনে দুর্গাপুজো ও উৎসব ইউনেস্কোর হেরিটেজ ঘোষিত হয়েছে। প্রতি বছর বলিউড নায়িকা কাজল দুর্গাপুজোয় অংশগ্রহণ করেন। এবারও তার অন্যথা হল না। বন্ধু ও পরিবারের সঙ্গে দুর্গাপুজোয় অংশ নেন তারকা অভিনেত্রী কাজল।

সম্প্রতি কাজলের এবারের দুর্গাপুজোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পারিবারিক পুজোর প্যান্ডেলে ব্যস্ত নায়িকাকে দেখা গিয়েছে। হলুদ ও লালের মিশেলে শাড়ির সাজে দেখা গিয়েছে নায়িকাকে।

সাজে দেখা গিয়েছে সাবেকিয়ানাও। লাল টিপ, কানে ঝুমকা ও হাতে বালা পরতে দেখা যায় কাজলকে। ভিডিওতে কাজলের বোন সর্বাণী মুখোপাধ্যায়কেও দেখা যায়। রানি মুখোপাধ্যায়ও এই পুজোর অংশ। এখনও তাঁকে দেখা না গেলেও, কাজলের ভিডিও নজর কেড়েছে নেটিজেনের।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Rakhi-Sawant:-দুর্গাপুজোয়-ফের-ভোল-বদলালেন-রাখি,দুর্গাপুজোয়-শাঁখা-পলা-উঠল-হাতে! Read Next

Rakhi Sawant: দুর্গাপুজোয় ফের ভো...