You will be redirected to an external website

Kajol: শনিবার দক্ষিণেশ্বর, রবিবার ছবির শুটিংয়ে পার্ক স্ট্রিটে কাজল

Kajol:-শনিবার-দক্ষিণেশ্বর,-রবিবার-ছবির-শুটিংয়ে-পার্ক-স্ট্রিটে-কাজল

রবিবার ছবির শুটিংয়ে পার্ক স্ট্রিটে কাজল

শনিবার বেলার দিকেই মা তনুজা ও ছেলেকে যুগকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন অভিনেত্রী কাজল। এর আগে শান্তিনিকেতন ঘুরে এসেছেন তিনি। ররিবারের সকালে পার্ক স্ট্রীটে দেখা গেল অভিনেত্রীকে। পরনে গোলাপি রঙের জাম্পশুট, চোখে রোদচশমা। ‘ফ্লুরিজ’-এর সামনে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। এ দিকে সকালে পার্ক স্ট্রিটের রাস্তায় পুলিশ মোতায়েন, অভিনেত্রীকে দেখে ইতিউতি উঁকি দিচ্ছেন পথচারীরা।

এই মুহূর্তে কাজল কলকাতায় রয়েছেন ‘মা’ ছবির শুটিংয়ে। বিশাল ফুরিয়া পরিচালিত এই ছবি মূলত থ্রিলার ঘরানার। মুখ্য চরিত্রে রয়েছেন কাজল ও রণিত রায়। রবিবারই শেষ পর্বের শুটিং। শোনা যাচ্ছে, ৮ এপ্রিল মুম্বই ফিরে যাবেন অভিনেত্রী। তবে শহরে একা নন, অভিনেত্রীর মা এবং ছেলেও রয়েছেন কলকাতায়। শুটিংয়ের ফাঁকে কাজল ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়ে লিখলেন,‘‘যখন তুমি অনেক কিছু বলতে চেয়েও পারো না, তোমার চেহারা তখন সবটা বলে দেয়।’’ 

২০২২-এ ‘সালাম ভেঙ্কি’ ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি। এ ছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী। যদিও সেই দু’বার ঝটিকা সফরে আসেন কাজল। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

শহরে-‘ভুলভুলাইয়া-৩’-ছবির-শুটিং-শুরু-করলেন-কার্তিক-আরিয়ান,‘রুহ্‌-বাবা’কে-দেখতে-ভিড় Read Next

শহরে ‘ভুলভুলাইয়া ৩’ ছবি...