You will be redirected to an external website

Kangana Ranaut: কামাক্ষায় পুজো দিলেন কঙ্গনা,শক্তি পীঠ নিয়ে এক দীর্ঘ পোস্টও করলেন তিনি

কামাক্ষায় পুজো দিলেন কঙ্গনা

কঙ্গনা রানাওয়াত বর্তমানে তাঁর আগামী ছবি ইমার্জেন্সি নিয়ে ব্যস্ত। একের পর এক ছবির লুক সামনে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। কঙ্গনা রানাওয়াত নিজের ভয়েস মডিউলেশনও করেছেন ইন্দিরা গান্ধীর মতো। যার ফলে ছবির টিজ়ার সামনে আসতেই চমকে ওঠেন ভক্তরা। তবে ছবি নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ তিনি। পরপর দুই ছবি ফ্লপ। যার জেরে এখন কঙ্গনা রানাওয়াত ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবিকে সেরার সেরা করে তুলতে। কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ তিনি। এবার তারই মাঝে কামাক্ষা দর্শক করে নিলেন অভিনেত্রী। গুয়াহাটিতে এসে মন্দিরে দিলেন পুজো। শক্তি পীঠ নিয়ে এক দীর্ঘ পোস্টও করলেন তিনি। কঙ্গনা রানাওয়াত বরাবরই আস্তিক। মন প্রাণ দিয়ে শিব পুজো করে থাকেন তিনি। 

সদ্য গিয়েছে অম্বুবাচী, এই সময় প্রতিবছর ভীষণ ধুমধামে পুজো হয় কামাক্ষাতে। সেখানেই হাজির হলেন তিনি। ছবি শেয়ার করে লিখলেন, ‘আজ কামাক্ষার মন্দির দর্শন করলাম। এই মন্দিরে জগৎ জননী মায়ের যোনি রূপ পুজিত হয়। (কথিত আছে এখানে মায়ে যোনি পড়েছে), এই স্থান শক্তির উৎস। এখানে মাকে মাছ দেওয়া হয়, মায়ের বলি হয়। এই স্থান এক শক্তি পীঠ। এখানে শক্তির অপার সঞ্চার।

কঙ্গনা রানাওয়াত এবার পোস্ট প্রডাকশনের কাজে হাত দেবেনষ তাঁর আদামী ছবির জন্য তিনি মায়ের আশীর্বাদ নিতে গিয়েছেন বলেও অনেকের অনুমান। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি ভাইরাল। তবে কঙ্গনা রানাওয়াত এখন অন্য কোনও বিষয় নজর দিতে নারাজ। কেবল তিনি তাঁর ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকবেন।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Tollywood:-বিয়ের-মরশুমে-সাত-পাকে-বাঁধা-পড়লেন-অনামিকা-উদয় Read Next

Tollywood: বিয়ের মরশুমে সাত পাক...