You will be redirected to an external website

প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ, এ বার অভিনয় ছেড়ে রাজনীতিতে কঙ্গনা!

প্রধানমন্ত্রীর-প্রশংসায়-পঞ্চমুখ,-এ-বার-অভিনয়-ছেড়ে-রাজনীতিতে-কঙ্গনা!

এ বার অভিনয় ছেড়ে রাজনীতিতে কঙ্গনা!

গত কয়েক বছরের অভিনেত্রীর বাইরে নিজেকে বলিউডের বিতর্কিত ব্যক্তিত্ব হিসাবে তুলে ধরছেন কঙ্গনা রানাউত। পেশার জন্য যত না চর্চায় থাকেন, তার থেকে বেশি থাকেন বিতর্কের কারণে। বলিউডে প্রায় সকলের সঙ্গেই তাঁর আঁদায় কাঁচকলা সম্পর্ক। তবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনি গুণমুগ্ধ। গত বছরই তিনি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী চাইলে হিমাচল প্রদেশে মাণ্ডি বিধানসভা থেকে নির্বাচনে লড়তেও রাজি। সমাজমাধ্যমে বার বার বিজেপি এবং হিন্দুত্ব নিয়ে সরব হয়েছেন কঙ্গনা। বিজেপি-বিরোধীদের আক্রমণ করেছেন। তা নিয়ে বিতর্কেও জড়িয়েছেন ‘কুইন’।

সম্প্রতিতে রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন কঙ্গনা। তিনি বলেন, ‘আমি এক জন সমাজ সচেতন ও দায়িত্বশীল নাগরিক। অনেকেই ভাবেন যে, আমি রাজনীতিতে আসার জন্যই কথা বলি, কাজ করি। তবে এটা সত্যি নয়। আমি যে এক জন পাক্কা দেশভক্ত। এতে কোনও দ্বিমত নেই। আমি এখন নিজের জীবনে খুশি, সে জন্যই কঠোর পরিশ্রম করছি। আমি আদৌ কোনও নতুন কেরিয়ার শুরু করতে চাই বলে নিজেও মনে করি না। আমি আমার জীবনে খুব সুখী’। এই মুহূর্তে নিজের তামিল ছবি ‘চন্দ্রমুখী-২’-এর প্রচারে ব্যস্ত কঙ্গনা রানাওয়াত। এর পর আসতে চলেছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ ছবিটি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

রাজ-চক্রবর্তী-শুভশ্রী-গঙ্গোপাধ্যায়ের-পর-এ-বার-সুখবর-শোনালেন-জিৎ,দ্বিতীয়-বার-বাবা-হতে-চলেছেন-জিৎ Read Next

রাজ চক্রবর্তী-শুভশ্রী গ...