তিন বছর বয়সেই র্যাম্পে হাঁটল কপিল শর্মার মেয়ে
কৌতুকশিল্পী ও বলিউড অভিনেতা কপিল শর্মার মেয়ে অনায়রা শর্মা। তিন বছর বয়সেই র্যাম্পে হাতেখড়ি হল অনায়রার। কালো এক পোশাক পরে সাবলীল ভঙ্গিতে বাবার হাত ধরে ফ্যাশন র্যাম্পে হাঁটল খুদে। কপিলের চোখেমুখে তখন গর্বের ছাপ। সমাজমাধ্যমে ভাইরাল হল সেই ভিডিয়ো। শুধু কপিল ও তাঁর কন্যাই নয়, রবিবার ওই ফ্যাশন র্যাম্পে দেখা গেল কৌতুকশিল্পী ভারতী সিংহ ও তাঁর পুত্র লক্ষ্যকেও।
গুটি গুটি পায়ে বাবার হাত ধরে এগিয়ে যাচ্ছে অনায়রা। মেয়ের সঙ্গে তাল মিলিয়ে পাশে পাশে চলছেন কপিল শর্মা নিজেও। মেয়ের র্যাম্পওয়াকের অভিষেকে তার পাশেই রইলেন বাবা। তবে শুধু র্যাম্পে হেঁটেই ক্ষান্ত হয়নি অনায়রা। র্যাম্পের পাশে বসে থাকা দর্শকদের দিকে চুমুও ছুড়ে দেয় খুদে। তবে র্যাম্পে পা রাখার পর কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিল সে। তাতে যদিও দমে যায়নি অনায়রা। বাবা সাহস জোগাতেই ফের তরতর করে এগিয়ে যায় সে। অনায়রার এই আত্মবিশ্বাস দেখে দর্শক ও অনুরাগীদের ধারণা, বড় হয়ে সুপারমডেল হবে কপিল-কন্যা।