You will be redirected to an external website

শহরে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিং শুরু করলেন কার্তিক আরিয়ান,‘রুহ্‌ বাবা’কে দেখতে ভিড়

শহরে-‘ভুলভুলাইয়া-৩’-ছবির-শুটিং-শুরু-করলেন-কার্তিক-আরিয়ান,‘রুহ্‌-বাবা’কে-দেখতে-ভিড়

শহরে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিং শুরু করলেন কার্তিক আরিয়ান

 হিন্দি ছবি ‘ভুলভুলাইয়া ৩’-এর শুটিংয়ের জন্য সোমবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছেছেন কার্তিক আরিয়ান। মঙ্গলবার সকালে হাওড়া ব্রিজে ছবির লুকে ধরা দিলেন বলিউডের এই তরুণ সুপারস্টার।

ভোরের আলো সবে ফুটেছে। হাওড়া ব্রিজের উপর নিত্যযাত্রী এবং যানবাহনের ভিড় বাড়ছে। তার মাঝেই দেখা গেল, একটি মোটরবাইক এগিয়ে আসছে। ‘ভুলভুলাইয়া ২’ ছবির পরিচিত লুকে চালকের আসনে বসে রয়েছেন কার্তিক। ছবিতে কার্তিকের এই অবতারের নাম ‘রুহ্‌ বাবা’। মাথায় কালো বান্ডানা। পরনে কালো আলখাল্লা এবং রুদ্রাক্ষের মালা। চোখে রোদচশমা। হাসিমুখে বাইক চালাচ্ছেন তিনি। বাইকটি সামনের গাড়ির সঙ্গে আটকে নিয়েছে ইউনিট। সামনের গাড়ি থেকে বিভিন্ন ক্যামেরায় অভিনেতার শট নেওয়া হচ্ছে। শটের ফাঁকে অভিনেতাকে ক্যামেরার উদ্দেশে এই ছবিতে ব্যবহৃত দুই হাতের পরিচিত ভঙ্গিতে পোজ় দিতেও দেখা গিয়েছে। শুরুতে হাওড়া ব্রিজে নিত্যযাত্রীরা শুটিংয়ের বিষয়টি বুঝতে পারলেও সেখানে কোনও বলিউড অভিনেতা যে উপস্থিত থাকবেন, তা টের পাননি। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই তাঁদের কাছে বিষয়টি স্পষ্ট হয়। তবে শুটিং চলাকালীন ইউনিটকে ঘিরে রেখেছিল কড়া নিরাপত্তা। হাওড়া ব্রিজে শুটিং চলল প্রায় এক ঘণ্টা।

সোমবার কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময়েই অনুরাগীরা কার্তিককে ঘিরে ধরেন। পরে হোটেলে পৌঁছনোর পথে লেক টাউন মোড়ের বড় ঘড়ি এবং মধ্য কলকাতার অভিজাত হোটেলের রেস্তরাঁয় ইউনিটের সঙ্গে ডিনারের ছবিও সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন কার্তিক।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Dhanush-Aishwarya:-১৮-বছরের-দাম্পত্যে-ইতি!-অবশেষে-তাঁরা-আইনি-বিচ্ছেদের-পথে-হাঁটতে-চলেছেন Read Next

Dhanush-Aishwarya: ১৮ বছরের দাম্পত্...