ওয়েব সিরিজ়ে হাতেখড়ি কৌশানীর
রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ় ‘আবার প্রলয়’-এর প্রথম ঝলকে মূল ধারার বাণিজ্যিক ছবির অভিনেত্রীকে চিনতে পারছেন। এক ঝলকে নাকি তাঁর বাবা, বোন, মাসি-সহ পরিবারের কেউই চিনতে পারেননি, এমনটাই দাবি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের। রাজের সিরিজ়ের মাধ্যমেই ওয়েব দুনিয়ায় হাতেখড়ি হতে চলেছে তাঁর। কৌশানীকে এত দিন দর্শক দেখে এসেছেন তথাকথিত গ্ল্যামারস লুকে। পোশাকেও দেখা গিয়েছিল তেমনই গ্ল্যামরের ছোঁয়া। এ বার নিজের চেনা গণ্ডি থেকে বার হওয়ার চেষ্টা করছেন নায়িকা।প্রথম যে দিন টিজ়ার প্রকাশ্যে আসে বাবা তো দেখে চিনতেই পারেনি।” কৌশানীর বাবা ভেবেছিলেন প্রথম ঝলকে তাঁকে রাখাই হয়নি। এই সিরিজ়ে অভিনয়ের পর প্রায় তিন মাস কোনও কাজ করেননি কৌশানী। এই মুহূর্তে তাঁর কোনও কাজের কথাও ঘোষণা হয়নি।
নায়িকা জানিয়েছেন, প্রলয়ের পর তিনি বেছে কাজ করতে চান। এমন কোনও চরিত্রে অভিনয় করতে চান শুধু টাকা রোজগারের জন্য কোনও কাজে হ্যাঁ করতে রাজি নন। এখন তো আবার তিনি নায়িকা হওয়ার পাশাপাশি প্রযোজকও। খুব শীঘ্রই নতুন ছবির কথা ঘোষণা করবেন প্রযোজক বনি সেনগুপ্ত এবং কৌশানী। বাংলাদেশ, ওড়িয়া ছবি থেকেও বেশ কিছু কাজের সুযোগ এসেছিল। এই মুহূর্তে তেমন কোনও সিনেমায় অভিনয় করতে চান না তিনি। অগস্ট মাসে হবে নায়িকার নতুন ছবির ঘোষণা।