You will be redirected to an external website

Kiara Advani: কান চলচ্চিত্র উৎসবে ‘বার্বি’ পুতুলের সাজে কিয়ারা! তীব্র কটাক্ষ সমাজমাধ্যমে

Kiara-Advani:-কান-চলচ্চিত্র-উৎসবে-‘বার্বি’-পুতুলের-সাজে-কিয়ারা!-তীব্র-কটাক্ষ-সমাজমাধ্যমে-

কান চলচ্চিত্র উৎসবে ‘বার্বি’ পুতুলের সাজে কিয়ারা

চলতি বছরেই কান চলচ্চিত্র উৎসবে প্রথম বার দেখা গেল বলি অভিনেত্রী কিয়ারা আডবাণী। উৎসবের দ্বিতীয় দিনে তাঁর দেখা মিলল ‘বার্বি’ পুতুলের সাজে।

কান উৎসবের দ্বিতীয় দিনের সাজের জন্য কিয়ারার পরনে ছিল ‘অফশোল্ডার’ সিল্কের গাউন। কালো গোলাপি গাউনের পিছনের দিকে নজর কাড়ছিল বড় মাপের গোলাপি একটি বো।

প্রতি বছরই বাহারি পোশাক পরে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কাড়েন ভারতীয় তারকারা। সেই তালিকায় অনেক আগেই নাম লিখিয়েছেন দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্যা রাই বচ্চন, অনুষ্কা শর্মা, সোনম কপূর, সারা আলি খান, অদিতি রাও সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী। এই প্রথম দেখা গেল কিয়ারাকে। সেখানে উপস্থিত ছবিশিকারিদের সঙ্গে কথা বলার সময় কিয়ারা বলেন, ‘‘আমার জন্য এই সুযোগ খুব সম্মানজনক। আমার কেরিয়ারের এক দশক হতে চলেছে। আমার মনে হয়, অসাধারণ একটা সময় এই প্রাপ্তিটি হল আমার। প্রথম বারের মতো কান চলচ্চিত্র উৎসবে আসতে পেরে এবং রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা কর্তৃক সম্মানিত হতে পেরে আমি আপ্লুত।’’ তবে নায়িকার বলার ভঙ্গি নিয়ে নেটমাধ্যমে হাসির রোল উঠেছে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Shah-Rukh-Khan-:-হাসপাতালে-শাহরুখ,-হিট-স্ট্রোকে-অসুস্থ-হন-নাইটদের-আমদাবাদ-ম্যাচে Read Next

Shah Rukh Khan : হাসপাতালে শাহরুখ, ...