You will be redirected to an external website

Kiara Advani: শ্বশুরবাড়িতে নিজে হাতে ফুচকা বানিয়ে শাশুড়িকে পটাচ্ছেন নতুন বউমা কিয়ারা

Kiara-Advani:-শ্বশুরবাড়িতে-নিজে-হাতে-ফুচকা-বানিয়ে-শাশুড়িকে-পটাচ্ছেন-নতুন-বউমা-কিয়ারা

নিজে হাতে ফুচকা বানিয়ে শাশুড়িকে পটাচ্ছেন কিয়ারা

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘সত্যপ্রেম কি কথা’। চলতি বছর ফেব্রুয়ারি মাসেই রাজস্থানে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। কাজের পাশাপাশি ঘরকন্নাও বেশ সামলাচ্ছেন অভিনেত্রী। আর নতুন বউমা বলে কথা! শ্বশুরবাড়ির মন জয় করতে তাই কোনওরকম কসরত করতেই ছাড়ছেন না কিয়ারা আডবানি।

শাশুড়ি ফুচকা খেতে ভালবাসেন। জানতে পেরেই ঝটপট সিদ্ধার্থ মালহোত্রার মায়ের জন্য নিজে হাতে ফুচকা বানিয়ে ফেললেন কিয়ারা। সম্প্রতি ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার প্রচারের সময়েই একথা ফাঁস করেন সিদ্ধার্থ ঘরনি।অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, শাশুড়ির প্রিয় খাবার খাইয়ে মন জয় করেন তিনি। কিয়ারা বলেন, “আমার শাশুড়ি ফুচকা খেতে খুব ভালবাসেন। ওঁকা এখন আমাদের সঙ্গেই মুম্বইতে রয়েছেন। প্রথম যেদিন আমাদের এখানে শাশুড়ি এল, আমি তখনই বলেছি- আজকে বাড়িতে পানিপুরি হবে। যা তেল দিয়েছি না… আমাকে ভাল না বেসে থাকতেই পারবেন না।”

সংসার নিয়ে কিয়ারা বলেন, “ঘর-সংসার তো দুটো লোককে নিয়ে হয়। আর আমি খুব ভাগ্যবতী যে যাকে আমি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি, যে আমার স্বামী, সে আমার প্রিয় বন্ধু। যেখানেই যাই না কেন, সিদ্ধার্থ আমার কাছে নিরাপদ আশ্রয়।”

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

জিতুর-সঙ্গে-ডিভোর্সের-মাঝে-অন্য-‘নায়ক’কে-নিয়ে-ছবি-পোস্ট-নবনীতার Read Next

জিতুর সঙ্গে ডিভোর্সের ...