You will be redirected to an external website

Kriti-Alia: জীবনের প্রথম জাতীয় পুরস্কার,যুগ্ম জাতীয় পুরস্কার পেলেন কৃতি-আলিয়া

Kriti-Alia:-জীবনের-প্রথম-জাতীয়-পুরস্কার,যুগ্ম-জাতীয়-পুরস্কার-পেলেন-কৃতি-আলিয়া

যুগ্ম জাতীয় পুরস্কার পেলেন কৃতি-আলিয়া

এ ক্ষেত্রে দু’জনেই এক জায়গায়। যদিও এক জন অভিনেত্রী তারকা-সন্তান, অন্যজন বহিরাগত। ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার জেতেন আলিয়া ভট্ট। অন্য দিকে ‘মিমি’ ছবির জন্য প্রথম জাতীয় পুরস্কার পান কৃতি শ্যানন। জাতীয় পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখতেন কৃতি। ২০২০ সালে নিজের ডায়েরিতে সে কথা লিখেও রেখেছিলেন। তবে সেই স্বপ্ন যে এত তাড়াতাড়ি পূরণ হবে, তা হয়তো ভাবতে পারেননি। 

কৃতির কথায়, ‘‘আমি কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলাম। তার পর বাবাকে গিয়ে জড়িয়ে ধরি। মা তত ক্ষণে নাচতে শুরু করে দিয়েছে। আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, যখন আমার নামটা ঘোষিত হয়।’’

কিন্তু অন্দরের কথাটি হল, নাম ঘোষণার পর আলিয়াকে ফোন করেই চিৎকার করতে থাকেন কৃতি। শুধু কৃতি নন, আলিয়াও একই ভাবে সাড়া দেন কৃতিকে। এই সম্মান পেয়ে দু’জনেই উত্তেজিত। কৃতির কথায়, ‘‘আলিয়াকে যখন ফোন করলাম, তখন আমরা দু'জনেই চিৎকার করছি আনন্দে। আমরা দু’জনে একসঙ্গে যাব পুরস্কার নিতে, সেই মুহূর্তটা দারুণ ভাবে উপভোগ করব।’’

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

মহাকাল-মন্দিরে-পুজো-দেন-পরিণীতি-চোপড়া-এবং-রাঘব-চড্ডা,সেখানে-গিয়ে-বিতর্কে-জড়ালেন-তাঁরা Read Next

মহাকাল মন্দিরে পুজো দেন ...