You will be redirected to an external website

Kriti Sanon: প্রযোজনা সংস্থা খুললেন কৃতি শ্যানন, বিতর্ককে পিছনে ফেলেই বড় ঘোষণা করলেন অভিনেত্রী

Kriti-Sanon:-প্রযোজনা-সংস্থা-খুললেন-কৃতি-শ্যানন,-বিতর্ককে-পিছনে-ফেলেই-বড়-ঘোষণা-করলেন-অভিনেত্রী

প্রযোজনা সংস্থা খুললেন কৃতি শ্যানন

‘আদিপুরুষ’ নিয়ে ঝড় বয়ে গিয়েছিল গোটা দেশে। সমালোচনা, নিন্দা, ব্যঙ্গ, বিদ্রুপ, ক্ষোভ কিছুই বাদ ছিল না। রদ্দিমার্কা সংলাপ, দুর্বল চিত্রনাট্যের ফাঁদে পড়ে কটূক্তি শুনতে হয়েছিল কৃতী স্যাননকেও। সেই বিতর্ককে পিছনে ফেলেই বড় ঘোষণা করলেন অভিনেত্রী।

প্রযোজনা সংস্থা খুললেন কৃতী। আর তাঁর প্রথম সিনেমার নায়িকা কাজল। মঙ্গলবার ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, “এবার গিয়ার বদলানোর সময় এসেছে। এই ইন্ডাস্ট্রিতে আমার ন’টা বছর স্বপ্নের মতো ছিল। ছোট্ট ছোট্ট ধাপে বাচ্চার মতো শিখেছি, বেড়ে উঠেছি আর আজকে অভিনেত্রী হয়ে উঠেছি। সিনেমা তৈরির প্রত্যেকটা পদক্ষেপ আমি প্রচণ্ড ভালবাসি। এবার আরও কিছু করার সময় এসে গিয়েছে। এমন গল্প বলতে চাই যা আমার মন ছুঁয়ে গিয়েছে, হয়তো আপনাদেরও মন জিতে নেবে। অবশেষে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার প্রযোজনা সংস্থা ব্লু বাটারফ্লাই ফিল্মস।” 

মঙ্গলবারের পোস্টের শেষে কৃতী লিখেছিলেন, “আগামিকাল বড় ঘোষণা করা হবে। সঙ্গে থাকুন।” সেই ঘোষণা ‘দো পাত্তি’। কৃতী স্যাননের প্রযোজনা সংস্থার প্রথম ছবি। আর তাতে মুখ্য ভূমিকায় কাজল (Kajol)। নেটফ্লিক্সে মুক্তি পাবে কৃতীর এই ছবি। ছবি দেখে মনে হচ্ছে, নারীকেন্দ্রিক গল্প নিয়েই আসছেন তিনি। এর আগে ‘দিলওয়ালে’ ছবিতে কাজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন কৃতী। সে সময় কাজলের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।  

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার �...

NABC-Controversy:-বিদেশের-মাটিতে-চূড়ান্ত-অপমানিত-অজয়-চক্রবর্তী,-জয়তী-চক্রবর্তী... Read Next

NABC Controversy: বিদেশের মাটিতে চূ...

Related News