You will be redirected to an external website

Pori Moni: ফের মা হলেন পরীমণি! লক্ষ্মীবারে ঘরে এল ফুটফুটে সন্তান

Pori-Moni:-ফের-মা-হলেন-পরীমণি!-লক্ষ্মীবারে-ঘরে-এল-ফুটফুটে-সন্তান

লক্ষ্মীবারে দিলেন ঘরে লক্ষ্মীর আগমনের খবর

তাঁর ব্যক্তিগত জীবন হোক কিংবা কাজ, সবক্ষেত্রেই তিনি চর্চায় থাকেন। এবার ফের অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে। দিন কয়েক আগেই ফেসবুকে ‘নতুন প্রেমের’ আভাস দিয়েছিলেন রঙিন ছবিতে। তবে লক্ষ্মীবারে দিলেন ঘরে লক্ষ্মীর আগমনের খবর।

এবার কন্যাসন্তানের মা হয়েছেন পরীমণি। তবে এই কন্যাসন্তানকে দত্তক নেওয়া। সাধ করে মেয়ের নামও রেখে ফেলেছেন। সাফিরা সুলতানা প্রিয়ম। ছেলে পুণ্যকে নিয়ে এমনিতেই পরীমণির ব্যস্ত জীবন। শুটিং, বিজ্ঞাপনী কাজ সব সামলে রাজ্যের দায়িত্বও একাই সামলান। এবার ঘরে মেয়েকে নিয়ে এলেন। অভিনেত্রী বলছেন, মেয়ে প্রিয়মের আসার দিন ছয়েক হল। সমস্ত নিয়ম মেনেই দত্তক নিয়েছেন তাকে। পরীমণীর কথায়, জীবনে কোনও কিছু পরিকল্পনা করে করেননি তিনি। দত্তককন্যাকে কোলে নিতেই নাকি তিনি নাড়ির টান অনুভব করেছেন। তবে লক্ষ্মী ঘরে আসার খবর দিলেও এখনই মেয়ের মুখের ছবি ফাঁস করতে চাইছেন না পরীমণি।

প্রসঙ্গত, পরীমণির জীবনে ঝড়ের যেন শেষ নয়। মাদক বিতর্ক থেকে বেরিয়ে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সুখের সংসার শুরু করেছিলেন। কোল জুড়ে রয়েছে ছোট্ট সন্তান রাজ্য। এদিকে গত একবছর ধরে স্বামী শরিফুলের সঙ্গে ঝগড়া। সেই মান-অভিমানের পালার মাঝেই পরীমণির ঘরে এল লক্ষ্মী। পদ্মাপারের অভিনেত্রী এবারে প্রশ্ন ছুঁড়ে দিলেন।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Madhumita-Sarcar:-‘বাংলা-ছেড়ে-দিলাম’-বলার-ঔদ্ধত্য-নেই,বলিউডে-সুযোগ-পেয়ে-মন্তব্য-মধুমিতার Read Next

Madhumita Sarcar: ‘বাংলা ছেড়ে দিলা...