You will be redirected to an external website

Josephin Chaplin: চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন প্রয়াত,৭৪ বছর বয়সে মৃত্যু হয় তাঁর

Josephin-Chaplin:-চার্লি-চ্যাপলিনের-কন্যা-জোসেফিন-চ্যাপলিন-প্রয়াত,৭৪-বছর-বয়সে--মৃত্যু-হয়-তাঁর

প্রয়াত হলিউ়ড অভিনেত্রী জোসেফিন চ্যাপলিন

প্রয়াত হলিউ়ড অভিনেত্রী জোসেফিন চ্যাপলিন। তাঁর অবশ্য আরও একটি পরিচিতি রয়েছে। তিনি পরিচালক চার্লি চ্যাপলিন এবং তাঁর চতুর্থ স্ত্রী উনা ও’নিলের কন্যা। ৭৪ বছর বয়সে প্যারিসে মৃত্যু হয় তাঁর। অভিনেত্রীর ছেলে চার্লি, জুলিয়েন এবং আর্থার একটি ফরাসি দৈনিকে মায়ের মৃত্যুর খবরটি ঘোষণা করেন। তবে কী কারণে মৃত্যু হয়েছে জোসেফিনের? সে কথা প্রকাশ্যে আসেনি। দীর্ঘ দিন ধরে প্যারিসেরই বাসিন্দা তিনি। বেশ কিছু ফরাসি ছবিতেও অভিনয় করেছিলেন জোসেফিন। হলিউডে বেশ কিছু বিখ্যাত ছবিতে কাজ করার আগেই ছোটবেলায় তাঁর বাবার অনেক ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছিলেন জোসেফিন। 

১৯৫২ সালে চ্যাপলিনের মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাইমলাইট’-এ শিশুশিল্পী হিসাবে জোসেফিনের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। পরবর্তী সময়ে পাওলো প্যাসোলিনির ‘দ্য কান্টারবেরি টেলস’-এ অভিনয় করেছিলেন তিনি। বহু হলিউড ছবিতে অভিনয়ের পর ফরাসি ছবিতেও অভিনয় করেন। তাঁর অভিনীত ফরাসি ছবি ‘নুইটস রুজ়’ বিশেষ উল্লেখযোগ্য। জোসেফিন তাঁর বাবার আভিজাত্য বছরের পর বছর ধরে রক্ষা করার চেষ্টা করে এসেছেন। তাঁর ভাই-বোনেদের তেমন পাশে না পেলেও প্যারিসে অবস্থিত চ্যাপলিনের অফিস জোসেফিনই পরিচালনা করতেন। আয়ারল্যান্ডের ওয়াটারভিলে চ্যাপলিনের একটি মূর্তিও তৈরি করেছিলেন তিনি। জোসেফিন অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে অন্যতম ‘জ্যাক দ্য রিপার’, ‘আ কাউন্টেস ফ্রম হংকং’, ‘এসকেপ টু দ্য সান’ প্রমুখ।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Hrithik-Roshan:-স্রেফ-অভিনয়-না,-এ-বার-ক্যামেরার-নেপথ্যের-জগতে-পা-রাখলেন-হৃতিক Read Next

Hrithik Roshan: স্রেফ অভিনয় না, এ ব...