You will be redirected to an external website

Tamil Actor: প্রয়াত তামিল অভিনেতা মোহন, রাস্তা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়...

Tamil-Actor:-প্রয়াত-তামিল-অভিনেতা-মোহন,-রাস্তা-থেকে-তাঁর-মৃতদেহ-উদ্ধার-করা-হয়...

প্রয়াত তামিল অভিনেতা মোহন

প্রয়াত তামিল অভিনেতা মোহন। মাদুরাইয়ের থিরুপারঙ্কুন্দ্রমের একটি রাস্তা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬০। দীর্ঘদিন ধরেই চরম দারিদ্রের মধ্যে দিন গুজরান করছিলেন অভিনেতা। অভিনয়ের সুযোগ না পেয়ে হন্যে হয়ে চাকরিও খুঁজছিলেন। কয়েক বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তিনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে শুরু করেন। সালেম জেলায় নিজের বাড়ি থাকা সত্ত্বেও আর্থিক দুরবস্থার জন্য চ্যারিয়ট রোডের কাছে রাস্তার ধারেই থাকতেন মোহন। 

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গত ৩১ জুলাই রাস্তার ধারে মোহনের মৃতদেহ পাওয়া যায়। থিরুপারঙ্কুন্দ্রম পুলিশ ময়নাতদন্তের জন্য তাঁর দেহ মাদুরাইয়ের সরকারি হাসপাতালে পাঠায়। এর পর পুলিশ সালেমে তাঁর পরিবারের সদস্যদের হাতে দেহ তুলে দেয়। মোহনের দুই ভাই এবং তিন বোন রয়েছেন। তাঁরা সবাই সালেমে থাকেন।

৮০ দশকের গোড়া থেকে ’৯০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত তামিল চলচ্চিত্র জগতে একটি সুপরিচিত নাম হয়ে উঠেছিলেন অভিনেতা মোহন। বড় বড় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেত তাঁকে।‘অপূর্ব সগোধরারগল’ ছাড়াও ‘নান কদভুল’, ‘অথিসয়া মণিথারগাল’-এর মতো জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছিলেন মোহন।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Malvika-Raaj:-বিয়ে-করতে-চলেছেন-‘কভি-খুশি-কভি-গম’-এর-ছোট-পূজা Read Next

Malvika Raaj: বিয়ে করতে চলেছেন ‘ক...