You will be redirected to an external website

প্রয়াত পদ্মশ্রী সম্মানে ভূষিত অভিনেত্রী সুলোচনা লাতকর

প্রয়াত-পদ্মশ্রী-সম্মানে-ভূষিত-অভিনেত্রী-সুলোচনা-লাতকর

প্রয়াত অভিনেত্রী সুলোচনা লাতকর

ঝুলিতে ২৫০-রও বেশি হিন্দি ছবি। পর্দায় দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, দেব আনন্দের মায়ের চরিত্রে বহু বার দেখা গিয়েছে তাঁকে। এক লম্বা সময় কাটিয়েছেন হিন্দি সিনেমার জগতে। ৯৪-তে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী সুলোচনা লাতকর। রবিবার মুম্বইয়ের দাদার এলাকার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরিাবর সূত্রের খবর, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে বর্ষীয়ান এই অভিনেত্রীর।

১৯২৮ সালে জন্ম অভিনেত্রীর। একেবারে কিশোরী বয়স থেকেই অভিনয় জগতে প্রবেশ। প্রথম জীবনে মরাঠি ছবির নায়িকা এই ভাবেই শুরু। প্রায় ৫০টি মরাঠি ছবিতে কাজ করেন। তার পর হিন্দি সিনেমার দুনিয়া পা রাখেন। এক লম্বা সময় ধরে দর্শক তাঁকে চেনেন অমিতাভ বচ্চন, রাজেশ খন্না, দেব আনন্দ, দিলীপ কুমারদের মতো তারকাদের পর্দার মায়ের পরিচয়ে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, সুনীল দত্ত, দেব আনন্দ এবং রাজেশ খন্নার মায়ের চরিত্রে অভিনয় করতে ভাল লাগত তাঁর। দেব আনন্দের সঙ্গে ‘যব পেয়ার কিসি সে হোতা হ্যায়’ ‘পেয়ার মহব্বত’, ‘জনি মেরা নাম’-এর মতো ছবিতে কাজ করেছেন। রাজেশ খন্নার সঙ্গে ‘দিল দৌলত দুনিয়া’, ‘বাহারোঁ কে স্বপ্নে’, ‘কাটি পতঙ্গ’, ‘মেরে জীবন সাথী’-র মতো ছবিতে অভিনয় করেছেন।অভিনেত্রীর দেহ অন্তিম দর্শনের জন্য শায়িত থাকবে তাঁর বাড়ি প্রভাদেবী রেসিডেন্সে। সোমবার বিকেল ৫টা নাগাদ শিবাজি পার্ক শশ্মানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

কোথায়-বিয়ে-করছেন-প্রভাস?-জানিয়ে-দিলেন-'বাহুবলী'-নিজেই Read Next

কোথায় বিয়ে করছেন প্রভাস? ...