প্রয়াত টলিউডের বর্ষীয়ান অভিনেতা সমীর মুখোপাধ্যায়
প্রয়াত টলিউডের বর্ষীয়ান অভিনেতা সমীর মুখোপাধ্যায়। এ দিন সকালে নিজ বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর। বিগত বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। ভর্তি করা হয় হাসপাতালেও। দু’দিন আগে বাড়িতেও নিয়ে আসা হয়। এ দিন সকালে হঠাৎই বমি আর তারপরেই সব শেষ। ভাই বিমন কুমার মুখোপাধ্যায় বলেন, “কিছু দিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছিল। আর তা ছাড়া বয়স ও তো হয়েছিল অনেকটাই। প্রায় ৮০ বছর পেরিয়ে গিয়েছে ওঁর। কিছু দিন আগেই এক হাসপাতালে ভর্তি করি আমরা। কিন্তু ডাক্তারও জানাচ্ছিলেন শরীর ভাল নেই। দু’দিন আগে ওঁদের পরামর্শেই বাড়িতে নিয়ে আসি। চিকিৎসা যদিও চলছিল। আজ সকালে হঠাৎই বমি করতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই দাদা চলে যায়।
৯০ দশকে বহু ছবিতে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। বহু মজাদার চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তাঁর হাস্যরস ছিল সমাদৃত। এ দিন তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়েছে আর্টিস্ট ফোরামের তরফেও। এক বিবৃতিতে লেখা হয়েছে, “বর্ষীয়ান অভিনেতা ও আমাদের সদস্য, সমীর মুখোপাধ্যায় আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।” তাঁর স্ত্রী ও পরিবার দ্রুত এই শোক কাটিয়ে উঠুন, এমনই চাইছেন সকলেই।