You will be redirected to an external website

Bollywood : ‘মেরা নাম জোকার’ থেকে ‘শোলে’..৮৪ বছর বয়সে প্রয়াত সতিন্দর কুমার খোসলা

Bollywood-:-‘মেরা-নাম-জোকার’-থেকে-‘শোলে’..৮৪-বছর-বয়সে-প্রয়াত-সতিন্দর-কুমার-খোসলা

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সতিন্দর কুমার খোসলা

বলিউডের ফের মৃত্যুর খবর। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সতিন্দর কুমার খোসলা। ৮৪ বছর বয়সে প্রয়াত ‘শোলে’ খ্যাত অভিনেতা। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

সত্তর এবং আশির দশকে বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন সতিন্দর। কৌতুকাভিনেতা হিসাবে নামডাক ছিল তাঁর। মঞ্চে এবং রুপোলি পর্দায় ‘বীরবল’ হিসাবে পরিচিত ছিলেন তিনি। প্রয়াত অভিনেতার বন্ধু জুগনু তাঁর মৃত্যুর খবর জানান। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন সতিন্দর। সেখানেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হয়ে মারা যান প্রবীণ অভিনেতা। বুধবার মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। সতিন্দরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিআইএনটিএএ) তথা সিন্টা। 

১৯৩৮ সালের অক্টোবর মাসে পঞ্জাবের গুরদাসপুরের জন্ম সতিন্দরের। সত্তর এবং আশির দশকে বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। মনোজ কুমারের ‘উপকার’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘ক্রান্তি’-র মতো ছবিতে প্রশংসিত হয়েছে তাঁর কাজ। ১৯৭৫ সালে ‘শোলে’ ছবিতে এক বন্দির চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে পড়েন সতিন্দর। তার আগে ১৯৭০ সালে ‘মেরা নাম জোকার’ ছবিতেও দর্শকের মন জয় করেছিলেন তিনি। ‘শোলে’-র পরে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ইয়ারানা’ ছবিতেও কাজ করেছিলেন সতিন্দর।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Jawan-:-ছ’দিনে-পার-৬০০-কোটি!-ছবি-মুক্তির-এক-সপ্তাহও-পূর্ণ-হয়নি-এখনও------- Read Next

Jawan : ছ’দিনে পার ৬০০ কোটি! ছ...