You will be redirected to an external website

উন্মুক্ত পিঠ, হাইহিলে ‘ম্যারাথন’! কী দেখিয়ে দিলেন উরফি...

উন্মুক্ত-পিঠ,-হাইহিলে-‘ম্যারাথন’!-কী-দেখিয়ে-দিলেন-উরফি...

ক্যামেরা অন রেখে দে ছুট

নরম কমলা রঙের ফুলহাতা টপ। পিঠ খোলা। সঙ্গে সাদা শর্টস। চোখে রোদচশমা এঁটে রাস্তায় বেরোলেন উরফি জাভেদ। না, এ বার আর পোশাকে চমক দিতে নয়। গল্প লুকিয়ে তাঁর হাইহিলে। কী ব্যাপার? মুম্বইয়ের এক নিরিবিলি গলিতে দাঁড়িয়ে নিজেই ছুড়লেন চ্যালেঞ্জ। হাইহিলেই ‘ম্যারাথন’ দৌড়াবেন! দেখিয়ে দেবেন দৌড়েও তিনি কম নন। ক্যামেরা অন রেখে দে ছুট! দেখা গেল সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে গিয়ে থেমে গেলেন মডেল-তারকা। ঘুরে দাঁড়িয়ে দু’হাত তুলে জয়ের হাসি হাসলেন। ভাবটা এমন, “কী! কেমন দিলাম?” তবে ম্যারাথনের ৪২ কিলোমিটার নয়, মাত্র কয়েক মিটার দৌড়েই ক্ষান্ত দিয়েছেন উরফি। যেন চাইলেই ছুটতে পারেন মাইলের পর মাইল। দেখালেন এইটুকুই।

ভিডিয়ো ভাইরাল হতে হেসে মরছেন সবাই। বলাবলি করছেন, “জোকার পুরো!” আবার কেউ মন্তব্য করছেন, “২০ মিটার দৌড়ে ম্যারাথন? হ্যাঁ, আপনিই পারেন।” আবার কেউ বললেন, “হাঁটু ভেঙে মুখ থুবড়ে পড়বেন যে! সাবধান।” কথায় কথা বাড়তে বাড়তে কটাক্ষের বন্যা বয়ে গেল। তবে উরফি কি আর এ সবের ধার ধারেন? তত ক্ষণে অন্য ফন্দি আঁটছেন।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

ফিতে-বেরিয়ে-গেলে-ঢোকানোর-প্রয়োজন-কী!-পুরনো-ক্যাসেটেই-লজ্জা-নিবারণ-উরফির Read Next

ফিতে বেরিয়ে গেলে ঢোকানো...