সাঁতারে মাধবনের ছেলের অভিনব কীর্তি
ছেলে-মেয়ে সফল হলে যে কোনও বাবা-মা গর্ববোধ করেন। ফের একবার বাবা হিসেবে ছেলেকে নিয়ে গর্ববোধ করছেন বলিউড অভিনেতা আর মাধবন। সম্প্রতি ‘মালয়েশিয়ান ইনভিটেশনাল এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপ’-এ একটি, দু’টি নয় ৫টি সোনার পদক পেয়েছেন বেদান্ত মাধবন
সোশ্যাল মিডিয়ায় বেদান্ত ও নিজের স্ত্রীর ছবি পোস্ট করে আর মাধবন সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের সকলের শুভ কামনায় বেদান্ত এই সপ্তাহে কুয়ালামপুরে অনুষ্ঠিত হওয়া মালয়েশিয়ান ইনভিটেশনাল এজ গ্রুপ চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ৫টি সোনার পদক (৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার ও ১৫০০ মিটার) জিতেছে। ওর এই সাফল্যে বেশ উচ্ছ্বসিত এবং গর্বিত। ধন্যবাদ প্রদীপ স্যার।’
প্রসঙ্গত, বাবার মতো অভিনয়ে নয় বরং বেদান্ত সাঁতারেই নিজের কেরিয়ার গড়ছেন। অলিম্পিকেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ইচ্ছেও রয়েছে মাধবনের ছেলের। উল্লেখ্য, ২০২১ সালে ছেলের সাঁতার প্রশিক্ষণের জন্য দুবাইতে চলে যান মাধবন ও তাঁর স্ত্রী। গত বছর ড্যানিশ ওপেনে সোনা জিতেছিলেন বেদান্ত। চলতি বছরে মহারাষ্ট্রে হওয়া খেলো ইন্ডিয়া গেমসে ৫টি সোনা ও ২টি রুপোর পদক পেয়েছিলেন বেদান্ত।