হাসপাতালে ভর্তি মাধবী মুখোপাধ্যায়
অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেলুলাইটিসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। প্রথমে জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হলেও পরে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় তাঁকে। দু’পা জুড়ে বের হয় র্যাশ। তবে হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি।
প্রসঙ্গত, গত বছর মে মাস নাগাদও অসুস্থ হয়ে পড়েন মাধবী। তড়িঘড়ি ভর্তি করতে হয় হাসপাতালে। শরীরে রক্তাল্পতা দেখা দেয়। বেড়ে যায় রক্তে শর্করার পরিমাণও। সে সময় মেয়ে বলেছিলেন, “আমি আসলে একটু আগে থেকেই ভর্তি করি মা’কে সবসময়। প্যারামিটারগুলো সবসময় মেপে রাখি। যে মুহূর্তে মা বলল শরীর ভাল লাগছে না, আমি ডাক্তারকে জানাই, আর ডাক্তারও সঙ্গে সঙ্গে মা’কে হাসপাতালে ভর্তি করতে বলে। আমিও আর দেরি করিনি।” যদিও এর পর দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। ভক্তদের দুশ্চিন্তাও কাটে। তবে ফের তিনি অসুস্থ। আপাতত তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন, এমনটাই চান সকলে। করোনা কালে শুটিং থেকে বিরতি নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। কিন্তু ফের তিনি কাজে ফেরেন।