একটি নতুন হিন্দি ছবির জন্য নির্বাচিত হয়েছেন মধুমিতা
টলিপাড়ায় তিনি পর পর ছবি করছেন। সেই সঙ্গে এ বার মুম্বইয়ের পথেও পা বাড়াতে চলেছেন মধুমিতা সরকার। পাশাপাশি নজর রাখছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকেও।
সম্প্রতি একটি নতুন হিন্দি ছবির জন্য নির্বাচিত হয়েছেন মধুমিতা। এই ছবির ওয়ার্কশপ ও ভাষা প্রশিক্ষণের জন্য চলতি মাসেই তিনি মুম্বই পাড়ি দিচ্ছেন। তবে অভিনেত্রী জানালেন, এই মুহূর্তে ছবি নিয়ে কোনও তথ্য তিনি খোলসা করতে পারবেন না।
তবে, মুম্বইয়ে শুধু একটি কাজ নিয়েই যাচ্ছেন না মধুমিতা। তাঁর কাছে একটি হিন্দি ওয়েব সিরিজ়ের প্রস্তাবও রয়েছে। অভিনেত্রী বললেন, ‘‘প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছি। এ বার অডিশন দিতে হবে। নির্বাচিত না-ও হতে পারি। তাই এখনই বেশি কিছু বলতে চাইছি না।’’
মধুমিতার হিন্দি ছবিটির পরিচালক নতুন। শোনা যাচ্ছে, অতিমারি পরবর্তী সময়ে মানুষের জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তার প্রেক্ষাপটে ছবিটিকে ভাবা হয়েছে। টলিপাড়ার পর হঠাৎ মুম্বই কেন? মধুমিতা বললেন, ‘‘ইচ্ছে তো ছিলই। কিন্তু, আমি কখনও নিজে থেকে মুম্বই গিয়ে কাজের চেষ্টা করিনি।’’ বলিউডে সুযোগ পাওয়ার জন্য সমাজমাধ্যমকেও ধন্যবাদ জানাতে চাইলেন মধুমিতা।
ছবি নির্বাচনের ক্ষেত্রে সব সময়েই নতুন ধরনের বিষয়ভাবনাকে প্রাধান্য দিয়েছেন মধুমিতা। তাঁর কথায়, ‘‘আমি একাধিক ভাষার ছবি দেখি। তাই সেই সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইচ্ছে করতেই পারে। নতুন ভাষায় কাজ করা বড় চ্যালেঞ্জ। কেরিয়ারের এই পর্যায়ে দাঁড়িয়ে এই ধরনের চ্যালেঞ্জ আমাকে আকর্ষণ করছে।’’ বলিউডযাত্রা শুরু করতে চলেছেন মধুমিতা। এর পর থেকে কি তিনি সেখানেই বেশি মনোনিবেশ করবেন? অভিনেত্রী হেসে বললেন, ‘‘কোনও দিনও নয়। ‘বাংলা ছাড়ছি’ বলার মধ্যে একটা বড় দায়িত্ব থাকে, একটা ঔদ্ধত্য থাকে! আমি সেটা কোনও দিনই বলতে পারব না।’’