অর্জুনের সঙ্গে বিচ্ছেদের জল্পনাতেই সিলমোহর মালাইকার
১৯৯৮ সালে মাত্র ২৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। পাত্র যে-সে নন, আরবাজ় খান। সলমন খানের ভাইয়ের সঙ্গে প্রায় ১৮ বছর চুটিয়ে সংসার করেছেন মালাইকা। বড় করেছেন এক সন্তানকে। পাশাপাশি, সামলেছেন নিজের পেশাগত জীবনও। ২০১৬ সালে সেই সম্পর্কে চিড় ধরে। ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ় ও মালাইকা। তার বছর দুয়েকের মধ্যে নতুন করে প্রেমে পড়েন মালাইকা। বয়সে ১২ বছরের ছোট, বলিউড অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে তাঁর সমীকরণ তত দিনে বলিপাড়ার অন্দরের ‘ওপেন সিক্রেট’।
এমনকি, সম্প্রতি নাকি বিয়ে করা নিয়েও ভাবনাচিন্তা করছিলেন তাঁরা। তার মাঝেই বিচ্ছেদের কানাঘুষো। মালাইকা ও অর্জুনের সম্পর্কে নাকি চিড় ধরেছে। এই ফিসফাস শোনা যাচ্ছিল গত কয়েক দিন ধরেই। এ বার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন মালাইকা নিজে। সমাজমাধ্যমের পাতায় অর্জুনের গোটা পরিবারকে ‘আনফলো’ করলেন বলিউড অভিনেত্রী।
অর্জুনের সঙ্গে সম্পর্কের সূত্রে জাহ্নবী ও খুশিকে এত দিন ইনস্টাগ্রামে ফলো করতেন মালাইকা। সেই তালিকায় ছিলেন বনি কপূর নিজেও। ছিলেন অর্জুনের বোন অংশুলা কপূরও। তাঁদের সবাইকেই আনফলো করেছেন অভিনেত্রী। পাশাপাশি, সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টও শেয়ার করেন মালাইকা যাতে লেখা ছিল, ‘‘সাহসের সঙ্গে নিজের জীবন যাপন করতে হবে। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস রাখতে হবে। যাঁদের পাশে থাকার, তাঁরা তোমার পাশেই থাকবে।’’ মালাইকার এই পোস্ট দেখে অনুরাগীদের ধারণা, সরাসরি এখনও মুখ না খুললেও পরোক্ষ ভাবে অর্জুনের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গেই এমন পোস্ট করেছেন তিনি। যদিও কফিনে শেষ পেরেক মারা এখনও বাকি। ইনস্টাগ্রামে অর্জুনের পরিবারের সবাইকে আনফলো করলেও অভিনেতাকে এখনও পর্যন্ত আনফলো করেননি মালাইকা।