You will be redirected to an external website

Malvika Raaj: বিয়ে করতে চলেছেন ‘কভি খুশি কভি গম’-এর ছোট পূজা

Malvika-Raaj:-বিয়ে-করতে-চলেছেন-‘কভি-খুশি-কভি-গম’-এর-ছোট-পূজা

ফটোশুটের ছবি ভাগ করে নিলেন মালবিকা রাজ

২০০১ সালে মুক্তি পেয়েছিল কর্ণ জোহর পরিচালিত ছবি ‘কভি খুশি কভি গম’। এই ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র ‘পূ’ অর্থাৎ ‘পূজা’। এই চরিত্রের কথা উঠলেই সকলের মনে পড়ে যায় করিনা কপূরের গ্ল্যামারাস লুকের কথা।

কিন্তু করিনার ছোটবেলার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তাঁকে কি কারও মনে আছে? এই চরিত্রে অভিনয় করেছিলেন মালবিকা রাজ। এখন অবশ্য তিনি ‘লেডি’। ২০০১ সালের পর তাঁকে যদিও তেমন ভাবে আর পর্দায় দেখেননি দর্শক। বহু বছর পর শিরোনামে মালবিকা। শোনালেন সুখবর। নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি।

শুক্রবার মালবিকা ইনস্টাগ্রামে ভাগ করে নিলেন বিয়ের আগের ফটোশুটের ছবি। পরনে সাদা গাউন। তাঁর হবু স্বামী প্রণব বগ্গার পরনেও সাদা স্যুট। তুরস্কের একটি পাহাড়ি অঞ্চলে বিশেষ ফটোশুট করলেন তাঁরা। একে অপরের হাত ধরে। মালবিকাকে আদরে ভরিয়ে দিচ্ছেন প্রণব। চারিদিকে উড়ছে ফানুস। এমনই স্বপ্নের মতো জায়গায় বিশেষ মুহূর্তকে ফ্রেমবন্দি করলেন তাঁরা। পোস্ট করে মালবিকা লেখেন, “নতুন জীবন শুরু করছি। সব রকম বাধা পার করে এখনও আমরা একসঙ্গে আছি এবং থাকব।”

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Ileana-D’Cruz:-মা-হলেন-ইলিয়ানা,-সদ্যোজাতের-ছবি-ভাগ-করে-নিলেন-অভিনেত্রী Read Next

Ileana D’Cruz: মা হলেন ইলিয়ানা, স...