You will be redirected to an external website

আগামিকাল শেষ যাত্রায় রাশিদ খান, দেড়টা থেকে রবীন্দ্রসদনে শায়িত থাকবে দেহ

আগামিকাল-শেষ-যাত্রায়-রাশিদ-খান,-দেড়টা-থেকে-রবীন্দ্রসদনে-শায়িত-থাকবে-দেহ

আগামিকাল শেষ যাত্রায় ওস্তাত রাশিদ খান

আগামিকাল শেষ যাত্রায় ওস্তাত রাশিদ খান৷ যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তাতে বলা হয়েছে, সকাল ন’টার সময় নাকতলার বাড়ি থেকে শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে৷ সেখানে দুপুর দেড়টা পর্যন্ত রবীন্দ্র সদনে মরদেহ শায়িত থাকবে৷ তার পর আবার মরদেহ নিয়ে আসা হয়ে নাকতলার বাড়িতে৷ 

বাড়িতে তারপর ধর্মীয় মতে যে আচার-অনুষ্ঠান করার কথা রয়েছে, সেগুলি হবে৷ তার পর সাড়ে তিনটের সময় জানাজা করে, অর্থাৎ পদযাত্রা করে কবরস্থানে নিয়ে যাওয়া হবে৷ মরদেহ বাড়িতে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ 

ভারতীয় সঙ্গীতজগতে অপূরণীয় ক্ষতি। প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান। মঙ্গলবার দুপুর ৩টে ৪৫ নাগাদ মাত্র বছর ৫৫-তেই থেমে গেল তাঁর পথ চলা। কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়ক।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Rashid-Khan:-পূর্ণ-রাষ্ট্রীয়-মর্যাদায়-শেষ-শ্রদ্ধা-রাশিদকে,সমাধিস্থ-করা-হবে-শিল্পীর-দেহ Read Next

Rashid Khan: পূর্ণ রাষ্ট্রীয় মর...