You will be redirected to an external website

Kangana Ranaut: কোলে একরত্তি,হাসপাতাল থেকে সুখবর দিলেন কঙ্গনা

Kangana-Ranaut:-কোলে-একরত্তি,হাসপাতাল-থেকে-সুখবর-দিলেন-কঙ্গনা

এর মাঝেই রানাউত পরিবারে এল সুখবর

নবরাত্রি চলছে। এর মাঝেই রানাউত পরিবারে এল সুখবর। একরত্তিকে কোলে নিয়ে ছবি দিলেন কঙ্গনা। শুভেচ্ছা জানালেন অনুপম খের থেকে মহিমা চৌধরির মতো তারকারা।

বছরের বেশির ভাগ সময়ই বিতর্কের মধ্যে থাকেন কঙ্গনা। বলিউডে তাঁর শুভাকাঙ্ক্ষী হাতে গোনা। তবে দুর্গাপুজোর আবহে পিসি হলেন তিনি। ভাই অক্ষত রানাউত ও তাঁর স্ত্রী ঋতু পুত্রসন্তানের জন্ম দিলেন। ভাইপোকে কোলে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেত্রী।

গত জুলাই মাসে সুখবরটা প্রথম জানান কঙ্গনা। সেই সময় বৌদি ঋতুর সাধের ছবিও দিয়েছিলেন তিনি। সাধের অনুষ্ঠানে দিদি রঙ্গোলির সঙ্গে নাচতে দেখা যায় অভিনেত্রীকে। এ বার পিসি হওয়া আনন্দে কেঁদে ফেললেন অভিনেত্রী। ইতিমধ্যেই নামকরণও হয়ে গিয়েছে ওই একরত্তির।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Durga-Puja-2023:-হলুদ-শাড়ি-সাবেকি-গয়নায়-সেজে-পারিবারিক-দুর্গাপুজোয়-হাজির-কাজল Read Next

Durga Puja 2023: হলুদ শাড়ি-সাবেকি ...