You will be redirected to an external website

Mimi Chakraborty:নিজের বাড়িতেই ‘ক্ষতবিক্ষত’ মিমি,নিজেই চিহ্নিত করেছেন কালপ্রিটকে

Mimi-Chakraborty:নিজের-বাড়িতেই-‘ক্ষতবিক্ষত’-মিমি,নিজেই-চিহ্নিত-করেছেন-কালপ্রিটকে

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে মিমির ছবি আলাপ

কার্যত ক্ষতবিক্ষত তাঁর পা? এমন কী করে ঘটল জানেন? ছবি শেয়ার করেছেন মিমি নিজেই। আর নিজেই চিহ্নিত করেছেন কালপ্রিটকে। কে সেই কালপ্রিট জানেন? মিমির আদরের পোষ্য। তার সৌজন্যেই মিমির পায়ে ভালবাসার ছোঁয়া। যদিও এই অভিজ্ঞতা মিমির নতুন নয়। তাঁর বাড়িতে পোষ্যর সমাগম বহুদিন ধরেই। অতীতেও এ হেন ‘আদর’ সহ্য করতে হয়েছে তাঁকে। হয়েছেন ক্ষতবিক্ষতও।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে মিমির ছবি আলাপ। পরিচালনায় ছিলেন প্রেমেন্দু বিকাশ চাকী। মিমির বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে। সেই ছবি বক্সঅফিসে মোটামুটি ব্যবসা করেছে। অন্যদিকে এই মুহূর্তে রাজনীতি থেকে মিমির অবস্থান অনেকটাই দূরে। দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে এক চিঠি লিখে সাংসদ পদ থেকে চেয়েছিলেন অব্যাহতি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার �...

Urfi-Javed:-উরফির-মুখে-ভয়ানক-এলার্জি,-কি-হয়েছে-অত-মিষ্টি-মুখটায়? Read Next

Urfi Javed: উরফির মুখে ভয়ানক এল�...

Related News