অসুস্থ সৃজিত মুখোপাধ্যায়, দেখতে এলেন মিথিলা
বুধবারই খবর আসে হঠাৎ-ই অসুস্থ হয়ে পড়েন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তবে খবর সামনে আসলেও পরিচালক কেমন আছেন, তা নিয়ে কোনও তথ্যই মেলেনি এদিন সন্ধে পর্যন্ত। হার্টে সমস্যার কারণে পরিচালক তড়িঘড়ি পৌঁছে গিয়েছিলেন ডাক্তারের কাছে। সৃজিতের অসুস্থতার খবর পেয়ে ছুটে আসেন মিথিলাও। কলকাতায় এসে সৃজিতের সঙ্গে দেখা করেন তিনি। সৃজিতকে নিয়ে ডাক্তারের কাছেও গিয়েছিলেন। এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, ভাল আছেন সৃজিত। পরিচালকের স্ত্রী রফিয়াত রশিদ মিথিলা ছিলেন বাংলাদেশে।
সূত্রের খবর অনুযায়ী সৃজিতের বুকে ব্যথার দরুণ ডাক্তার তাঁকে বেশ কিছু টেস্ট করতে দিয়েছিলেন। সেই টেস্ট করাতেই পরিচালক পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে। সেখানেই সৃজিত ও মিথিলাকে দেখে খবর ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। তবে চিন্তার কোনও কারণ নেই। সোশ্যাল মিডিয়ায় নিজের স্বাস্থ্যের খবর সৃজিত নিজেই দিলেন। প্রথমে টুইটারে লিখেছিলেন, ‘প্রতিদিনের মতো আজও কাজে যাব ঠিক করেছিলাম। কিন্তু মত বদলে গেল!’ এরপর ভক্তদের একের পর এক পোস্ট দেখা মাত্রই আবারও সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন পরিচালক। তিনি লিখলেন, ‘সকলকে অসংখ্য ধন্যবাদ আমার খোঁজ নেওযার জন্য। আমার চিকিৎসক জানিয়েছে আমার ফেসবুক-টুইটারের মতো আমার হার্টে কোনও ব্লক নেই।’
ভালই আছেন পরিচালক। সদ্য পরিচালক তাঁর ব্যোমকেশ ছবির কাজ শেষ করেছেন। ইতিমধ্যেই তিনি করে ফেলেছেন তাঁর আগামী ছবির রেইকিও। বড়বাজারে দেখে এসেছেন লোকেশনও। তারই মাঝে পরিচালকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় চিন্তা বাড়ে ভক্তদের মনে।