You will be redirected to an external website

Monali Thakur: গত ১৮ দিনের লড়াই শেষ,প্রয়াত হলেন মোনালি ঠাকুরের মা

Monali-Thakur:-গত-১৮-দিনের-লড়াই-শেষ,প্রয়াত-হলেন-মোনালি-ঠাকুরের-মা

প্রয়াত হলেন মোনালি ঠাকুরের মা

ইঙ্গিত আগেই দিয়েছিলেন গায়িকা মোনালি ঠাকুর। শুক্রবার মায়ের মৃত্যুর খবর জানালেন মোনালির দিদি মেহুলি ঠাকুর। ‘‘শেকল ছিঁড়ে গিয়েছে…অবশেষে কষ্টের অবসান।’’ দুপুর ২টো বেজে ১০ মিনিটে প্রয়াত হন গায়ক ও অভিনেতা শক্তি ঠাকুরের স্ত্রী মিনতি ঠাকুর। করোনা কালে বাবা শক্তিকে হারান মোনালি ও তাঁর দিদি মেহুলি। তিন বছরের ব্যবধানে মাতৃহারা দুই বোন। যদিও মায়ের সময় যে কমে আসছে, সে কথা বৃহস্পতিবার নিজেই জানিয়েছিলেন গায়িকা। প্রায় ২২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন গায়িকার মা।

জানা যাচ্ছে, গায়িকার মায়ের কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। ডায়ালেসিস চলছিল তাঁর। বৃহস্পতিবার মায়ের সঙ্গে ছোটবেলার ছবি দিয়ে স্মৃতিমেদুর হন। পাশপাশি, মায়ের যে ‘লাইফ সাপোর্ট’ খুলে নিতে বাধ্য হয়েছেন তা-ও জানান। মোনালি লেখেন, ‘‘কঠিন পরিস্থিতিতে কী ভাবে লড়াই করব মা... এই একাকিত্ব... এই যন্ত্রণা। বড্ড অসহায় লাগছে। কিন্তু এ বার সময় এসে গিয়েছে এবং তাঁকে লাইফ সাপোর্ট থেকে বের করে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাকে... এবং তৈরি হতে হবে... আমার মাকে শান্তি দাও ঈশ্বর... এবং আমাকে সাহায্য করো... এখন মাকে ছাড়া আমার জীবনটাই বা কী ভাবে কল্পনা করব... আর নিজেকে ঠিক রাখতে পারছি না।’’ এই পোস্টের চব্বিশ ঘণ্টা কাটার আগেই মাকে হারালেন মোনালি। ২০১৭ সালে সুইৎজারল্যান্ডের বাসিন্দা মাইক রিকটরকে বিয়ে করেন মোনালি। বিয়ের পর ওই দেশে ছিলেন যদিও। এ দেশে যাতায়াত রয়েছে তাঁর শো, প্লে-ব্যাকের কারণে।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Aishwarya-Rai-Bachchan:-প্লাস্টার-হাতে-গিয়েছিলেন-কান-এ!-ফিরেই-হাসপাতালে-ভর্তি-হচ্ছেন-ঐশ্বর্যা! Read Next

Aishwarya Rai Bachchan: প্লাস্টার হাতে ...