You will be redirected to an external website

বউমা ষষ্ঠী তো শুনেছেন, কিন্তু শাশুড়ি ষষ্ঠী আবার কী! শাশুড়ি ষষ্ঠী করলেন জামাই নীল!

বউমা-ষষ্ঠী-তো-শুনেছেন,-কিন্তু-শাশুড়ি-ষষ্ঠী-আবার-কী!-শাশুড়ি-ষষ্ঠী-করলেন-জামাই-নীল!

শাশুড়ি ষষ্ঠী করলেন জামাই নীল!

ভাবছেন এ আবার কেমন কাণ্ড, শাশুড়ি-ষষ্ঠী! এতদিন বউমা ষষ্ঠী তো শুনেছেন, কিন্তু শাশুড়ি ষষ্ঠী আবার কী!

টেলিপর্দার জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, শাশুড়িকে বরণ করে, হাতে হলুদ সুতো পরিয়ে শাশুড়িষষ্ঠীতে মেতে উঠেছেন নীল। এই ভিডিও আপলোড করে নীল লিখলেন, ”এবার জামাইষষ্ঠী জমে যাবে। উদযাপিত হবে অন্যভাবে। জামাইষষ্ঠী নয় শুধুই জামাইদের, সমানভাবে শাশুড়িদেরও…”

আসলে এটি একটি বিজ্ঞাপনের ভিডিও। সেই ভিডিও আপলোড করেই শাশুড়িকে সারপ্রাইজ দিলেন নীল। সমস্ত জামাইকেও এমন সারপ্রাইজ দেওয়ার জন্য এগিয়ে আসতে বললেন অভিনেতা। ঠিক জামাইষষ্ঠীর আগের দিন বিদেশে উড়ে গিয়েছেন তৃণা। তাই বুধবারই তৃণার বাড়িতে জামাইষষ্ঠী সেরেছেন নীল। পঞ্চব্যঞ্জন দিয়ে কবজি ডুবিয়ে শাশুড়ি মায়ের হাতের রান্না খেয়েছেন নীল। শাশুড়ির সেই আদরেরই পালটা দিলেন অভিনেতা। রীতিমতো নিজের হাতে রান্না করে শাশুড়িকে খাওয়ালেন নীল। 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

প্রথম-বার-কান-এ-সানি!-নজর-কাড়লেন-সকলের,কেমন-ছিল-তাঁর-সাজ? Read Next

প্রথম বার কান-এ সানি! নজর ...