You will be redirected to an external website

বলিপাড়ায় সুখবর! মা হলেন বিপাশা বসু, কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

বলিপাড়ায়-সুখবর!-মা-হলেন-বিপাশা-বসু,-কন্যাসন্তানের-জন্ম-দিলেন-অভিনেত্রী

মা হলেন বিপাশা বসু

বলিপাড়ায় আবার সুখবর! মা হলেন অভিনেত্রী বিপাশা বসু। শনিবার কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ের ছ’বছরের মাথায় মা হলেন বিপাশা। ক'দিন আগেই মা হয়েছেন বি-টাউনের আরও এক অভিনেত্রী আলিয়া ভট্ট। রণবীর ও আলিয়ারও মেয়ে হয়েছে।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর সমাজমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। তার পর থেকে নানা ছবি ভক্তদের মধ্যে ভাগ করে নিয়েছেন বিপাশা ও করণ। কিছু দিন আগেই ঘটা করে সাধের অনুষ্ঠান হয়েছিল বিপাশার। মা এবং শাশুড়ির আদরে কিছু দিন আগেই বাঙালি বধূর মতো ঘরোয়া ভাবে সাধের ভোজ খেয়েছিলেন অভিনেত্রী। সাধের অনুষ্ঠানের ট্যাগলাইন দেওয়া হয়েছিল, ‘একটা ছোট্ট বাঁদর আসছে। আমরা তার জন্য অপেক্ষা করছি’। অনুষ্ঠানে অতিথি হিসাবে যাঁরা আমন্ত্রিত, তাঁদের জন্য বিশেষ পোশাকবিধি ঠিক করা হয়েছিল।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

কলকাতায়-শো-করবেন-অরিজিৎ,-টিকিটের-সর্বোচ্চ-মূল্য-কত? Read Next

কলকাতায় শো করবেন অরিজিৎ, ...