You will be redirected to an external website

Ishita Dutta: মা হলেন বলিউড অভিনেত্রী ঈশিতা দত্ত,শেয়ার করলেন ফুটফুটে সন্তানের ছবি

Ishita-Dutta:-মা-হলেন-বলিউড-অভিনেত্রী-ঈশিতা-দত্ত,শেয়ার-করলেন-ফুটফুটে-সন্তানের-ছবি

মা হলেন বলিউড অভিনেত্রী ঈশিতা দত্ত

মা হলেন বলিউড অভিনেত্রী ঈশিতা দত্ত। বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। সে খবর সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছেন ঈশিতার স্বামী অভিনেতা বৎসল শেঠ। সদ্যজাতর মুখ হৃদয়ের ইমোজি দিয়ে ঢেকে শেয়ারও করলেন ঈশিতা ও বৎসল।অজয় দেবগণ ও টাব্বু অভিনীত দৃশ্যম ছবিতে দেখা গিয়েছিল ঈশিতাকে। ঈশিতা দত্তের অন্য পরিচয়ও রয়েছে।

২০১৭ সালে মুম্বইয়ের ইশকনের মন্দিরে বৎসলের সঙ্গে বিয়ে হয় ঈশিতার। বিয়ের ছয় বছরের মাথায় ঈশিতার কোলে এল ফুটফুটে সন্তান। হাসপাতাল সূত্রের খবর, মা ও সন্তান সুস্থ রয়েছে।

গত এপ্রিল মাসে সমাজমাধ্যমের পাতায় নিজেই সেই খবর শেয়ার করেন ‘দৃশ্যম’ খ্যাত অভিনেত্রী। মে মাসে আন্তর্জাতিক মাতৃদিবসে ঈশিতার জন্য সাধ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সেই ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছোট ছোট ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন তাঁর নিত্যদিনের জীবনযাপনও।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Koushani-Mukherjee:-বড়-পর্দার-পর-এ-বার-ওয়েব-প্ল্যাটফর্মে-হাতেখড়ি-হতে-চলেছে-কৌশানী-মুখোপাধ্যায় Read Next

Koushani Mukherjee: বড় পর্দার পর এ ব...