বিয়ে করতে চলেছেন সংগীতশিল্পী পলক মুচ্ছল
বিয়ে করতে চলেছেন সংগীতশিল্পী পলক মুচ্ছল (Palak Muchhal) ও মিথুন (Mithoon)। ‘আশিকি ২’ ছবিতে যে জুটির গান তুমুল সারা ফেলেছিল, সেই জুটিই এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। তবে এখনও এই তারকা জুটির পক্ষ থেকে বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে শোনা গিয়েছে,আগামী মাসে মিথুনের গলায় মালা দেবেন পলক।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই বিয়ে কিন্তু একেবারেই লাভ ম্যারেজ নয়। শোনা যাচ্ছে, দুই পরিবারের পক্ষ থেকেই এই বিয়ে ঠিক করা হয়েছে। পলক ও মিথুনের বাড়ির লোকের মধ্যে আগে থেকে চেনা পরিচিতি ছিল। সে সুবাদেই এই বিয়ের পরিকল্পনা। সূত্র বলছে, আগামী মাসের ৬ তারিখ পলক ও মিথুনের চার হাত এক হতে চলেছে। আশিকি ২ ছবি থেকে এই জুটির যাত্রা শুরু। শোনা যাচ্ছে, আশিকি থ্রিতেও নাকি শোনা যাবে মিথুন ও পলকের গান।