ডিভোর্সের মাঝে অন্য ‘নায়ক’কে নিয়ে ছবি পোস্ট নবনীতার
নবনীতা ফেসবুকে ডিভোর্স নিয়ে স্পষ্ট লিখেছেন। এমনকী, ফেসবুক লাইভে এসে নানা জল্পনায় ইতিও টেনেছেন। এমনকী রটেছে জিতু ও নবনীতার মাঝে নাকি রয়েছেন কোনও তৃতীয় ব্যক্তি। তবে জিতু কিন্তু এ ব্যাপারে স্পিকটি নট। নানা সময়ে হেঁয়ালি মিশিয়ে পোস্ট করছেন নানা কথা। ঠিক এই সময়ই আরেক কাণ্ড ঘটালেন নবনীতা। দুম করে ইনস্টাগ্রামে পোস্ট করলেন নতুন এক ছবি।
নবনীতা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছে অভিনেতা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে। এই ইন্দ্রজীতের সঙ্গেই ‘দীপ জ্বেলে যাই’ ধারাবাহিকে দেখা গিয়েছিল নবনীতাকে। এই ধারাবাহিক দিয়েই টেলিপর্দায় পা রেখেছিলেন নবনীতা। জীবনের প্রথম নায়ক ‘আর্য’ সঙ্গে নিয়েই ছবি পোস্ট করলেন ধারাবাহিকের ”দিয়া”। সঙ্গে লিখলেন, ‘৭ বছর হয়ে গেল’।
জিতু কমলের সঙ্গে ছবি পোস্ট করে নবনীতা লিখলেন, ”টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা… একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা…তোয়ালে শেয়ার হবেনা, সান স্ক্রিন ভাগাভাগি হবেনা….কিছুই আর একসাথে হবেনা… তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম।
২০১৯ সালের ৬ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিতু-নবনীতা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্য়েই কিছু আদুরে ছবির কোলাজ শেয়ার করে করেন তিনি। এই চার বছরে অনেক ওঠাপড়া এসছে তাঁদের জীবনে। তবে একে-অপরের পাশে দাঁড়িয়েছেন শক্তভাবে