You will be redirected to an external website

Netflix নিয়ে এবার বড়সড় সিদ্ধান্তের পথে ভারত সরকার

Netflix-নিয়ে-এবার-বড়সড়-সিদ্ধান্তের-পথে-ভারত-সরকার

ভারতীয় বাজারে জাঁকিয়ে বসেছে নেটফ্লিক্স

ভারতীয় বাজারে জাঁকিয়ে বসেছে নেটফ্লিক্স। যতদিন যাচ্ছে, ততই এই ওয়েব প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বাড়ছে। আর এই আবহেই এবার নেটফ্লিক্স ইন্ডিয়ার উপর কর চাপাতে চলেছে ভারত সরকার। এই প্রথমবার এ দেশে কোনও OTT প্ল্যাটফর্মকে করের আওতায় আনা হচ্ছে বলেই খবর।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেটফ্লিক্স ইন্ডিয়া এদেশে পরিষেবা দিয়ে যে আয় করে, তার উপর এবার কর চাপানোর চিন্তাভাবনা করছে মোদি সরকার। আয়কর বিভাগের এই সিদ্ধান্ত বাস্তবে রূপান্তরিত হলে প্রথম কোনও বিদেশি OTT সংস্থার থেকে আয়কর নেবে কেন্দ্র।

কিন্তু কেন কর চাপানোর পথে হাঁটতে চলেছে ভারত সরকার? আসলে ২০১৬ সালে ভারতে স্ট্রিমিং পরিষেবা শুরু করে নেটফ্লিক্স। এই মুহূর্তে তাদের সাবস্ক্রাইবার ৬০ লক্ষেরও বেশি। এ দেশে নেটফ্লিক্সের অফিসও রয়েছে। তাই স্বাভাবিকভাবেই এই মার্কিন সংস্থা আয়করের অধীনে চলে আসে। আয়কর বিভাগ সূত্রে খবর, তাদের ড্রাফ্ট অর্ডারে ২০২১-২২ অর্থবর্ষে নেটফ্লিক্স ইন্ডিয়ার ৫৫ কোটি টাকা আয়ের তথ্য উল্লিখিত ছিল। পাশাপাশি স্ট্রিমিং পরিষেবা দেওয়ার জন্য় তাদের পর্যাপ্ত পরিকাঠামো ও কর্মীও রয়েছে। সেদিক থেকেও এই পরিষেবার জন্য তাদের আয়করের আওতায় ফেলা স্বাভাবিক।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

দিল্লিতে-কপূরথলা-হাউসে-বাগ্‌দান-অনুষ্ঠান-সম্পন্ন-হল-পরিণীতি-চোপড়া-ও-রাঘব-চড্ডার Read Next

দিল্লিতে কপূরথলা হাউসে ...