You will be redirected to an external website

Bollywood Movie: জাহ্নবী-বরুণ অভিনীত ‘বাওয়াল’ মুক্তি পাবে আইফেল টাওয়ারে

অবশেষে মুক্তি পেতে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’

প্রায় দু’বছর টালবাহানার পর অবশেষে মুক্তি পেতে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘বাওয়াল’। আর মুক্তির শুরুতেই নজির। সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজিত এই ছবির প্রিমিয়ার হতে চলেছে প্যারিসের আইফেল টাওয়ারে।

ছবির মুখ্য চরিত্রে আছেন বরুণ ধওয়ান এবং জাহ্নবী কপূর। জুলাই মাসে অ্যামাজ়ন প্রাইমে আসতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি। তার আগে ঐতিহ্যবাহী এলাকা স্যাল গুস্তাভ আইফেলে প্যানোরামা ধাঁচে প্রদর্শিত হবে ‘বাওয়াল’। 

প্রেমের ছবি ‘বাওয়াল’-এ ধরা দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল। নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রের এক ব্যক্তি বলেন, “বাওয়ালের সঙ্গে প্যারিসের একটা প্রতীকী সংযোগ রয়েছে। ছবির বেশির ভাগ গুরুত্বপূর্ণ দৃশ্য এই প্যারিসেই শুট করা। এই শহরটাও ছবিতে যেন এক চরিত্র হয়ে উঠেছে।”

ছবির প্রিমিয়ারের জন্য তাই ভালবাসার শহরকেই বেছে নিয়েছেন নির্মাতারা। ‘ছিঁচোরে’র পর অনেক দিন পর আবার জুটি বাঁধলেন পরিচালক নীতেশ এবং প্রযোজক সাজিদ। এই ছবিতেই প্রথম একসঙ্গে কাজ করলেন বরুণ এবং জাহ্নবী। ছবির ফার্স্টলুকের পোস্টারের ট্যাগলাইন ছিল, “প্রতিটি ভালবাসার গল্পের নিজস্ব লড়াই থাকে।”

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

Read Next

জিতু কমল ও শ্রাবন্তী চট্...