You will be redirected to an external website

Noble: ‘মদ্যপ’ হয়ে বাইক চালানোর মাশুল! বাইক চালাতে গিয়ে পড়লেন দুর্ঘটনার মুখে

Noble:-‘মদ্যপ’-হয়ে-বাইক-চালানোর-মাশুল!-বাইক-চালাতে-গিয়ে-পড়লেন-দুর্ঘটনার-মুখে

বাইক চালাতে গিয়ে পড়লেন দুর্ঘটনার মুখে নোবেল

ফের বিতর্কে জড়ালেন বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেল। বাইক চালাতে গিয়ে পড়লেন দুর্ঘটনার মুখে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কালিয়া জেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস এলাকায়। স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন গায়ক। বেশ কিছু ভিডিয়োও ভাইরাল হয়েছে তাঁর।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যক্তি বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেন, “সন্ধের পর বাড়ির সামনের রাস্তার পাশে বাইক রেখে বাড়ির ভেতরে ঢুকছিলাম। তখনই একটি বাইক পড়ে যাওয়ার শব্দ শুনে দৌড়ে যাই। সামনে এগিয়ে দেখি মোটরসাইকেলসহ একজন পড়ে আছেন। তার মুখ দেখে চিনতে পারি তিনি গায়ক নোবেল। তাঁর কথা শুনে মনে হচ্ছিল তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন।”

নোবেল মানেই বিতর্ক। কিছু মাসে আগেই তাঁর বিরুদ্ধে মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় স্টেজে উঠে গান গাওয়ার অভিযোগ ওঠে, বাংলাদেশের এক কলেজের অনুষ্ঠানে গান করতে গিয়েই বিতর্কের সূত্রপাত। নেশাগ্রস্ত নোবেলকে দেখে উত্তেজিত জনতা স্টেজেই ছুড়তে শুরু করেন জলের বোতল, জুতো। এ প্রসঙ্গে আত্মপক্ষ সমর্থন করে সে সময় নোবেল বলেন, “স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। অতিরিক্ত মদ পান করার ধারেকাছে যাইনি।

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

আবারও-এক-খারাপ-খবর,হৃদরোগে-আক্রান্ত-হয়ে-মাত্র-২৫-এই-প্রয়াত-টেলি-অভিনেতা Read Next

আবারও এক খারাপ খবর,হৃদরো...