You will be redirected to an external website

আর দেরি নয়, বিয়ের পিঁড়িতে বসছেন জাহ্নবী! ছবির ইঙ্গিত তেমনই

আর-দেরি-নয়,-বিয়ের-পিঁড়িতে-বসছেন-জাহ্নবী!-ছবির-ইঙ্গিত-তেমনই

পুরানো প্রেম ফিরে এসেছে জাহ্নবীর জীবনে

পুরানো প্রেম ফিরে এসেছে জাহ্নবীর জীবনে। দীর্ঘ দিন ধরে চেনা-জানা শিখর পাহাড়িয়া ও জাহ্নবীর। বলি-অভিষেকের সময়ের আগে যদিও আলাগা হয় তাঁদের বাঁধন। তবে শ্রীদেবীর মৃত্যুর পর যেন ফের কাছাকাছি আসেন তাঁরা। একটা সময় আড়ালে আবডালে লুকিয়ে চলছিল প্রেম। তবে চলতি বছরের শুরু থেকে যেন সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী। তিরুপতির মন্দির দর্শন হোক কিংবা মণীশ মলহোত্রর বাড়ির দীপাবলির পার্টি— সর্বত্র একসঙ্গে তাঁরা।

অভিনয় জীবনের চেয়ে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই বেশি উৎসাহী দর্শক ও অনুরাগীরা। প্রথম ছবিতে অভিনয় করার পরেই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর। প্রেমের ব্যাপারে বেশ লাজুক জাহ্নবী। তবে পুরনো প্রেমিক জীবনে ফিরতে ধীরে ধীরে আরও গভীর হয় আগের সম্পর্ক। এখন মনে হচ্ছে, ক্রমে পরিণতির দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছেন শ্রীদেবী-কন্যা। এ বার প্রেমিক শিখররে সঙ্গে উজ্জয়িনীর মহাকালের মন্দিরে দেখা গেল জাহ্নবীকে। 

এ বার শিখর-জাহ্নবী। বরাবরই পুজো পাঠ করতে ভালবাসেন অভিনেত্রী। প্রায় প্রত্যেকটি উৎসবের তাঁকে অংশ নিতে দেখা যায়। প্রতি বছর জন্মদিনে সিড়ি ভেঙে উঠে তিরুপতি পুজো দেন। দিন কয়েক আগে ‘কফি উইথ কর্ণ’-এ এসে জাহ্নবীকে নিয়ে সারা একটি মন্তব্য করে বসেন। কর্ণ জিজ্ঞেস করেন, নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কে স্বামীর জন্য ব্রত, পুজো পাঠ করবেন? জবাবে সারা বলেন, ‘‘আমার মনে হয়, জাহ্নবী নিজের বরকে নিয়ে মন্দিরে যাবে ও পুজো পাঠ করবে।’’ 

AUTHOR :RIMA

ফিফা-বিশ্বকাপে-শাকিরার-পর-নোরা!-ভারতের-তারকাদের-মধ্যে-প্রথম-কেউ-গাইবেন-হিন্দিতে Read Previous

ফিফা বিশ্বকাপে শাকিরার ...

নতুন-বৌ-কে-নিয়ে-বাড়ি-এসেছেন-অভিনেতা-সৌরভ-দাস,বাড়ি-ফেরার-সময়েই-আসল-চমক! Read Next

নতুন বৌ-কে নিয়ে বাড়ি এসে...